shono
Advertisement
Mamata Banerjee

'আক্রান্তরা বাংলায় আসুন', বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের উপর আস্থা রেখে বার্তা মমতার

মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো বেশ কিছু ভিডিও ছড়িয়েছে। সেগুলোকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে।
Published By: Tiyasha SarkarPosted: 03:32 PM Dec 11, 2024Updated: 06:36 PM Dec 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে', দিঘা থেকে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো বেশ কিছু ভিডিও ছড়িয়েছে বলেও দাবি করলেন তিনি। সেগুলোকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আহ্বান, বাংলাদেশের সংখ্যালঘু যারা ফিরতে চান, বর্ডার খোলাই রয়েছে, ভিসাও পাওয়া যাচ্ছে। ফলে তাঁরা যেন দ্রুত ফিরে আসেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের, এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন মমতা।

Advertisement

বুধবার দিঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। সেখানেই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। তাতে মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্রের আওতায়। যা সিদ্ধান্ত নেওয়ার তা ভারত সরকার নেবে। ইতিমধ্যেই প্রতিনিধিও পাঠানো হয়েছে। দু দেশের বৈঠকও হয়েছে। এর পরই মুখ্যমন্ত্রী দাবি করেন, বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকেও উত্তপ্ত করার চেষ্টা চলছে। সোশাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে একদল।

মুখ্যমন্ত্রীর কথায়, "হিন্দুদের উপর নির্যাতন কখনই মেনে নেব না। ভারত সরকার ব্যবস্থা করছে। বর্ডারগুলো খোলাই রয়েছে। ভিসাও পাওয়া যাচ্ছে। যারা আক্রান্ত তাঁরা বাংলায় চলে আসুন।" উল্লেখ্য, গত কয়েকমাস ধরে মৌলবাদীদের তাণ্ডবে উত্তাল বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। মন্দিরে ভাঙচুর চলছে। আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। প্রতিদিন উত্তরোত্তর বাড়ছে অত্যাচারের মাত্রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে', দিঘা থেকে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো বেশ কিছু ভিডিও ছড়িয়েছে বলেও দাবি করলেন তিনি।
  • সেগুলোকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন।
Advertisement