shono
Advertisement

গুজবে ছড়াচ্ছে সাম্প্রদায়িক অশান্তি, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রীতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ The post গুজবে ছড়াচ্ছে সাম্প্রদায়িক অশান্তি, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:35 PM Feb 03, 2017Updated: 12:05 PM Feb 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে সাম্প্রদায়িক অস্থির পরিবেশ তৈরি করতে কেউ কেউ গুজব ছড়াচ্ছেন৷ তাদের গুজবে যেন কান না দেওয়া হয়৷ পঞ্চায়েত সম্মেলনের শুরুতে এভাবেই রাজ্যের মানুষকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

দু’দিন ব্যাপী এই সম্মেলনের সূচনায় এদিন মুখ্যমন্ত্রী জানান, মন্ত্রী কমিয়ে রাজ্যের সংস্কার করা হয়েছে৷ আগামীদিনে তা আরও করা হবে৷ তবে কারও চাকরি যাবে না বলেও আশ্বস্ত করলেন তিনি৷ এদিন রাজ্যের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বাংলা কাজ করে বেশি৷ কথা বলে কম৷ তাই কারও জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, টাকা দিন৷ কাজ করে দেখাব৷ যদি সিপিএম এত ঋণ না করত তাহলে এত টাকা সুদ গুনতে হত না৷ সম্পদ বাড়ত৷ উন্নয়ন আরও গতি পেত৷”

যত সুন্দরী তত দর, রিচার্জের দোকানেই বিকোচ্ছে মহিলাদের ফোন নম্বর

যে জেলাগুলি ভাল কাজের জন্য পুরস্কৃত হয়েছে তাদের এদিন অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী৷ তবে অন্যদেরও ভাল কাজের জন্য উৎসাহ জোগান৷ এবার গীতাঞ্জলি প্রকল্পে সেরার পুরস্কার পেয়েছে পুরুলিয়া৷ ১০০ দিনের প্রকল্পে ভাল কাজ করেছে কোচবিহার, হুগলি ও নদিয়া৷ মুখ্যমন্ত্রী জানান, হুগলি সবসময় মানুষের পাশে থাকে৷ সিঙ্গুরের জমি ফিরিয়েছে৷ এখন সেখানে চাষবাসও শুরু হয়ে গিয়েছে৷

এদিকে আজ রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে বাজেট অধিবেশন৷ আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতগুলিকে ভাল কাজে উৎসাহ জোগানোর পাশাপাশি সাম্প্রদায়িক অশান্তি নিয়েও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ জানিয়ে দিলেন, বহু মানুষ অশান্ত পরিবেশ তৈরি করতে গুজব ছড়াচ্ছে৷ তাতে কান না দিয়ে সম্প্রীতি বজায় রাখার সওয়াল করলেন মুখ্যমন্ত্রী৷

প্রেমিকাকে খুন করে ট্রাঙ্কে পুরে কংক্রিটের বেদি বানাল ‘উন্মাদ’ যুবক

The post গুজবে ছড়াচ্ছে সাম্প্রদায়িক অশান্তি, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement