সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ওয়াকফ ইস্যুতে রাজ্যে অশান্তির নেপথ্যে চক্রান্তের দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছেড়ে বলেছিলেন, 'সব ফাঁস করব।' সেই সময়ই মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন বলে জানিয়েছিলেন তিনি। সূত্রের খবর, আগামী সোমবার অর্থাৎ ৫ মে মুর্শিদাবাদ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সরকারের তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে চলতি মাসের শুরুতে উত্তাল হয়ে উঠেছিল বাংলার বেশ কয়েকটি জেলা। মুর্শিদাবাদে প্রচুর বাড়িঘর ভাঙচুর হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর চলে। বহু মানুষ ঘরছাড়া। মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তির (Murshidabad Violence) পর মুখ্যমন্ত্রী কেন সেখানে যাচ্ছেন না, তা নিয়ে বিরোধীদের কুৎসার শেষ ছিল না। মমতা জানিয়েছিলেন, ঠিক সময় হলে তিনি যাবেন। জানিয়েছিলেন মে মাসের প্রথম সপ্তাহেই সেখানে যাচ্ছেন। তবে তখনও দিনক্ষণ জানা যায়নি। বৃহস্পতিবার পাওয়া খবর অনুযায়ী, আগামী ৫ তারিখ মুর্শিদাবাদ যাচ্ছেন তিনি।
জানা গিয়েছে, সোমবার সামশেরগঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ অশান্তির জেরে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস আগেই তাঁদের সঙ্গে দেখা করেছেন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আগামী সোমবার তাঁদের হাতেই সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ধূলিয়ানেও তাঁর কর্মসূচি থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
