shono
Advertisement

শিশুচোর সন্দেহে মারধরে মৃত্যু, প্রতিবাদে পুলিশের গাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার

পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ৷ The post শিশুচোর সন্দেহে মারধরে মৃত্যু, প্রতিবাদে পুলিশের গাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:05 PM Feb 10, 2019Updated: 06:05 PM Feb 10, 2019

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শিশুচোর সন্দেহে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মগরাহাটের বাণীবেড়িয়া এবং আতাসুরা এলাকা৷ বাণীবেড়িয়ার ঘটনায় প্রাণহানিও হয়েছে একজনের৷ অন্যদিকে আতাসুরার ঘটনায় জখম হয়েছে এক কিশোর-সহ তিনজন৷ তাঁদের ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসা চলছে৷ আহতদের পরিজনেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের গাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর৷ পালটা লাঠিচার্জ করে পুলিশ৷

Advertisement

[ফের অসমে দুই বাঙালি খুন, কাটা পড়ল আরও দু’জনের হাত]

রবিবার সকালে মগরাহাটের বাণীবেড়িয়ায় ধানখেতের মধ্যে একজনের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে পৌঁছে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়৷ উদ্ধারের সময় মৃতদেহে একাধিক জায়গায় ক্ষতচিহ্ন দেখতে পায় পুলিশ৷ মগরাহাট গ্রামীণ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়৷ স্থানীয় সূত্রে খবর, নিহত ব্যক্তি এই এলাকার বাসিন্দা নন৷ শনিবার রাতে তাঁকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর৷ কী কারণে তিনি ওই এলাকায় এসেছেন, সে বিষয়ে কোনও প্রশ্ন না করেই বেশ কয়েকজন তাঁকে মারধর করতে শুরু করেন৷ রক্তাক্ত অবস্থায় হাজারও কাকুতিমিনতি করেন তিনি৷ তবে কেউ তাতে কান দেয়নি৷ মারধরের জেরে অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি৷ কিছুক্ষণ পর মারাও যান তিনি৷ এরপর ধানখেতে দেহ ফেলে রেখে পালিয়ে যায় স্থানীয়রা৷ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ৷ তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷ কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ৷

[বেঙ্গালুরুতে প্রয়াত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মন]

গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে বাণীবেড়িয়ার মতো অশান্তির আঁচে জ্বলছে আতাসুরা৷ শনিবার রাতে অজ্ঞাতপরিচয় এক কিশোর-সহ তিনজনকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা৷ লোকমুখে রটে যায় তিনজন চুরি করতে এই এলাকায় এসেছে৷ শুরু হয় গণধোলাই৷ মারধরের চোটে অসুস্থ হয়ে  যায় ১ কিশোর এবং ২ যুবক৷ অচৈতন্য অবস্থায় এলাকারই কয়েকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের ডায়মন্ড হারবার গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ এদিকে, এই ঘটনার প্রতিবাদে আক্রান্তদের পরিজনেরা আতাসুরায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ৷ গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ৷ নামানো হয় ব়্যাফ৷ 

The post শিশুচোর সন্দেহে মারধরে মৃত্যু, প্রতিবাদে পুলিশের গাড়ি ভাঙচুর ক্ষুব্ধ জনতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement