shono
Advertisement
Reality Show

গানের রিয়ালিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার 'প্রলোভন', আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

দফায় দফায় ৩ লক্ষ ৮৭ হাজার টাকা দিয়েছিলেন মহিলা। এই ঘটনায় অভিযুক্ত আরও একজন পলাতক।
Published By: Sucheta SenguptaPosted: 09:38 PM Feb 14, 2025Updated: 09:44 PM Feb 14, 2025

অর্ণব দাস, বারাসত: নামী টেলিভিশন চ্যানেলে গানের রিয়ালিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন। তার ফাঁদে পড়ে দফায় দফায় কয়েক লক্ষ টাকা খোয়ালেন মধ্যমগ্রামের এক মহিলা। আর্থিক প্রতারণার অভিযোগ পেয়ে মধ্যমগ্রাম পুলিশের জালে গ্রেপ্তার এক। পলাতক আরও এক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

মধ্যমগ্রাম থানার পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অর্ঘ্যজিৎ দত্ত। বাড়ি ঘোলা থানায় এলাকায়। যিনি প্রতারণার শিকার, সেই কাকলি ভট্টাচার্যের বাড়ি মধ্যমগ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, কাকলির সঙ্গে বছরখানেক আগে পরিচয় হয় ধৃত অর্ঘ্যজিৎ-সহ আরেক অভিযুক্তর। কাকলিদেবীর অভিযোগ, নামী একটি টিভি চ্যানেলের গানের রিয়ালিটি শোয়ের জন্য প্রতিযোগী খোঁজা হচ্ছে বলে তাঁকে জানান ওই দুজন। তা শুনে নিজের মেয়েকে ওই শোয়ে সুযোগ করিয়ে দেওয়ার কথা বলেন কাকলিদেবী। অর্ঘ্যজিৎরাও প্রতিশ্রুতি দেন, গত বছর পুজোর পরে শোয়ে সুযোগ পাইয়ে দেবেন। সেই মর্মে দফায় দফায় কাকলিদেবী তাঁদের ৩ লক্ষ ৮৭ হাজার টাকা দেন।

কিন্তু কয়েকমাস কেটে গেলেও কোনও রিয়েলিটি শোয়ে সুযোগ পাননি কাকলিদেবীর মেয়ে। ফলে তিনি অর্ঘ্যজিৎদের কাছ থেকে এতদিন ধরে দেওয়া টাকা ফেরত চান। অভিযোগস, টাকা ফেরতের নামে তাঁকে বারবার ঘোরানো হত। শেষের দিকে টাকার বিষয়টি তাঁরা এড়িয়ে যেতেন বলে অভিযোগ। শেষে প্রতারিত হয়েছেন, বুঝতে পেরে মধ্যমগ্রাম থানায় এনিয়ে অভিযোগ দায়ের করে কাকলি ভট্টাচার্য। তদন্তে নেমে অর্ঘ্যজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে বারাসত আদালতে পেশ করা হলে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তার বন্ধু, আরেক অভিযুক্ত এখনও পলাতক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিয়েলিটি শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ।
  • ৩ লক্ষ ৮৭ হাজার টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ মধ্যমগ্রামের মহিলা।
  • অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ১, পলাতক আরও এক।
Advertisement