shono
Advertisement
Sodepur

বিয়ের রাতেই মৃত্যু স্বামীর, সারারাত দেহ আগলে বসে নববধূ, শোরগোল সোদপুরে

খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Paramita PaulPosted: 01:17 PM Feb 25, 2025Updated: 01:23 PM Feb 25, 2025

অর্ণব দাস, বারাকপুর: বিয়ের রাতে মৃত্যু স্বামীর। দেহ আগলে বসে রইল স্ত্রী। মঙ্গলবার সকালে নববধূকে আটক করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় সোদপুরের ঘোলায়। খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

অভি দাস এবং বিউটি রায়ের মধ্যে দীর্ঘদিনের প্রেম। বাড়ি থেকে মেনে না নেওয়ায় মঙ্গলবার রাতে বাড়ি থেকে পালিয়ে ঘোলা নবপল্লি এলাকায় এক বন্ধুর ভাড়া বাড়িতে বিয়ে করে অভি এবং বিউটি । তারপর বিউটি বাড়ি ফিরে যেতে চাইলে তাঁকে ফিরে যেতে বাধা দেয় অভি। সেই সময় তাঁদের মধ্যে গণ্ডগোল হয় বলে অভিযোগ।। আর তারপরেই মৃত্যু হয় অভি দাস নামে ওই যুবকের। সারারাত স্বামীর মৃতদেহ আগলে সেখানেই বসেছিলেন তাঁর স্ত্রী।

সকালবেলা বাড়ির মালিক প্রথম এই মৃতদেহ দেখতে পায়। তারপরই ঘটনা জানাজানি হতে ছুটে আসে এলাকার মানুষজন। এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি বিবাহিত স্ত্রীকে আটক করে নিয়ে যায় পুলিশ। অশান্তির জেরে খুন নাকি আত্মহত্যার তদন্তে ঘোলা থানার পুলিশ। ক্ষোভে ফেটে পড়েছে মৃতের পরিবারের লোকজনও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিয়ের রাতে মৃত্যু স্বামীর। দেহ আগলে বসে রইল স্ত্রী।
  • মঙ্গলবার সকালে নববধূকে আটক করল পুলিশ।
  • এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় সোদপুরের ঘোলায়।
Advertisement