shono
Advertisement

পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে খুনের চেষ্টার পর আত্মঘাতী স্বামী

মানসিক অবসাদে আত্মহত্যার সিদ্ধান্ত, অনুমান পুলিশের। The post পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে খুনের চেষ্টার পর আত্মঘাতী স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:07 PM Mar 25, 2019Updated: 02:07 PM Mar 25, 2019

সুরজিৎ দেব,  ডায়মন্ড হারবার: সাংসারিক অশান্তির জের। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার পর, আত্মঘাতী  হলেন স্বামী। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ঢোলাহাট এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই বধূ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলাঘাট থানার পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: বালুরঘাটে অন্তঃসত্ত্বাকে ধর্ষণের চেষ্টা, কাঠগড়ায় দেওর]

দীর্ঘদিন ধরেই স্ত্রী ও সন্তানকে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার ভীমনগরে শ্বশুরবাড়িতে থাকতেন ওই স্বপন দেবনাথ নামে ওই ব্যক্তি৷ স্থানীয় সূত্রে খবর,  স্ত্রী শুক্করি দেবনাথের সঙ্গে প্রায় সর্বক্ষণ অশান্তি হত তাঁর। জানা গিয়েছে, রবিবার রাতেও তাঁদের মধ্যে অশান্তি বাঁধে। রাত প্রায় পৌনে দু’টো পর্যন্ত চলে বচসা। অভিযোগ, সেই সময় রাগের বশে ধারাল অস্ত্র নিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন স্বপন। শুক্করি দেবনাথ অচৈতন্য হয়ে পড়লে স্বপনবাবু তাঁকে মৃত ভেবে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন।

পরের দিন অর্থাৎ সোমবার সকালে এলাকার কয়েকজন ওই স্বপনবাবুর বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শুক্করি দেবনাথ। তাঁকে প্রাথমিক শুশ্রূষার পর কিছুটা সুস্থ হন৷ এরপর তিনিই গোটা ঘটনার কথা জানান প্রতিবেশীদের। এরপরই স্বপন বাবুর খোঁজ শুরু করে স্থানীয়রা। বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর এলাকার একটি মাঠে পাম্প মেশিনের ঘরে স্বপনের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা।

[আরও পড়ুন: অজানা উৎস থেকে গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকছে হাজার-হাজার টাকা, চাঞ্চল্য নদিয়ায়]

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঢোলাহাট থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে ওই মহিলাকে। ঘটনার তদন্তের জন্য আক্রান্ত মহিলা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদের জেরেই অশান্তি থেকে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন ওই ব্যক্তি। ঘটনার জেরে আতঙ্কে ওই দম্পতির সন্তান সহ গোটা পরিবার।

The post পারিবারিক অশান্তির জের, স্ত্রীকে খুনের চেষ্টার পর আত্মঘাতী স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement