shono
Advertisement

পিকনিকে বচসায় জড়িয়ে গুলিতে জখম যুবক, জ্বলল দোকান

ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৬। The post পিকনিকে বচসায় জড়িয়ে গুলিতে জখম যুবক, জ্বলল দোকান appeared first on Sangbad Pratidin.
Posted: 12:46 PM Jan 27, 2020Updated: 12:46 PM Jan 27, 2020

অরিজিৎ গুপ্ত, হাওড়া: সাধারণতন্ত্র দিবসে পিকনিক ঘিরে বচসার জেরে রাতদুপুরে গুলি চলল হাওড়ার লিলুয়ায়। গুলিবিদ্ধ অবস্থায় একজন ভরতি হাসপাতালে। আগুনে পুড়ল একটি দোকান। বিড়াডিঙি এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী। খবর পেয়ে প্রাথমিক তদন্তে নেমে মূল অভিযুক্ত-সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে লিলুয়া থানার পুলিশ। সংঘর্ষের জেরে আজও এলাকা থমথমে। অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে পুলিশ।

Advertisement

ঘটনার সূত্রপাত রবিবার রাতের দিকে। লিলুয়ার বিড়াডিঙির একটি বসতিতে পিকনিক করছিলেন একদল যুবক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তারা অতিরিক্ত মদ্যপান করেছিল। মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে তর্কাতর্কি পৌঁছে যায় চরমে। কার্যত দুই দলে ভাগ হয়ে যায় তারা। এরপর শুরু হয় হাতাহাতি। এ সময় আচমকাই এক যুবক বন্দুক বের করে গুলি চালাতে থাকে। একজন গুলিবিদ্ধ হয়। তাকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। রাতদুপুরে গুলির শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

[আরও পড়ুন: মালদহে জনসংযোগে দিলীপ, চায়ের আড্ডায় বসে শুনলেন স্থানীয়দের অভাব-অভিযোগ]

তখনকার মতো সব চাপা পড়ে গেলেও, রাত বাড়লে ফের অশান্তি শুরু হয়। অভিযোগ, গুলিবিদ্ধ ব্যক্তির বন্ধুবান্ধবরা গিয়ে অপর গোষ্ঠীর এক যুবকের দোকানে আগুন লাগিয়ে দেয়। রাস্তার পাশের ঝুপড়ি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই এলাকার কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত, এমনই খবর পুলিশ সূত্রে। আজ ধৃতদের আদালতে পেশ করা হবে। তবে ঠিক কী কারণে দু’পক্ষের এমন বচসা হল, তা জানা যায়নি। অনেকের ধারণা, তোলা আদায় নিয়েই উভয়ের মধ্যে গন্ডগোল শুরু হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। রবিবারের ঘটনা ঘিরে আজও থমথমে এলাকা। আতঙ্ক কাটেনি স্থানীয় বাসিন্দাদের। অশান্তি রুখতে এলাকায় পুলিশ পিকেটিং রয়েছে।

[আরও পড়ুন: দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত ডানকুনি, ইটের আঘাতে জখম পুলিশ কর্মী]

The post পিকনিকে বচসায় জড়িয়ে গুলিতে জখম যুবক, জ্বলল দোকান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement