shono
Advertisement

কৃষ্ণগঞ্জে কনেযাত্রীর বাসে দুঃসাহসিক ডাকাতি, গয়না ও টাকা লুট

মাঝ রাস্তায় বাস থামিয়ে চলল লুটপাট। The post কৃষ্ণগঞ্জে কনেযাত্রীর বাসে দুঃসাহসিক ডাকাতি, গয়না ও টাকা লুট appeared first on Sangbad Pratidin.
Posted: 02:29 PM Mar 11, 2019Updated: 04:34 PM Mar 11, 2019

বিপ্লবচন্দ্র দত্ত, নদিয়া: বিয়েবাড়ি থেকে ফেরার পথে ডাকাতদের খপ্পরে পড়লেন কনেযাত্রীরা। মাঝ রাস্তায় বাস থামিয়ে চলল লুটপাট। একই কায়দায় আরও বেশ কয়েকটি গাড়িতে ডাকাতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জে।

Advertisement

[ স্ত্রীর বাপের বাড়ি যাওয়াতে আপত্তি, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর]

নদিয়া জেলার সীমান্ত লাগোয়া প্রত্যন্ত এলাকা কৃষ্ণগঞ্জ। রবিবার রাতে একটি বাস ভাড়া করেছিলেন বিয়েবাড়ি গিয়েছিলেন এলাকারই জনা পঁয়ত্রিরিশ জন বাসিন্দা। সকলেই পাত্রীর বাড়ির লোক কিংবা আত্মীয়। বউভাতের অনুষ্ঠানে কনেযাত্রী হিসেবে পাত্রের বাড়িতে গিয়েছিলেন তাঁরা। রাতে যখন কনেযাত্রীরা ফিরছিলেন, তখনই ডাকাতির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত এগারোটা নাগাদ স্থানীয় শিবনিবাস পঞ্চায়েতের কৃষ্ণপুরে রাস্তায় গাছের ডাল ফেলে কনেযাত্রীর বাসটি আটকায় ডাকাতরা। চালককে বেধড়ক মারধর করা হয়, বাস থেকে নামিয়ে দেওয়া হয় পুরুষদের। এরপরই শুরু হয় লুটপাট। মহিলাদের গয়না, মোবাইল ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শুধু কনেযাত্রীর বাসই নয়, আরও কয়েকটি যাত্রীবাহী গাড়িতে হানা দেয় ডাকাতরা। ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত কনেযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, যে রাস্তায় ডাকাতির ঘটনা ঘটেছে, সেই রাস্তায় রাতে পুলিশ থাকে না। কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের। কৃষ্ণগঞ্জ থানার অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

[ গভীর রাতে কড়া নেড়ে ধান সাবাড় করছে দলমার হাতি]

The post কৃষ্ণগঞ্জে কনেযাত্রীর বাসে দুঃসাহসিক ডাকাতি, গয়না ও টাকা লুট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement