shono
Advertisement

দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। The post দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
Posted: 06:48 PM Apr 16, 2019Updated: 06:48 PM Apr 16, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার অর্থাৎ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামিকাল, বুধবার থেকে টানা তিনদিন রাজ্য়ের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Advertisement

[আরও পড়ুন: নির্বাচনী এজেন্ট বাছাই নিয়ে দলীয় কোন্দল, বর্ধমান-দুর্গাপুরে ক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী]

গত কয়েকদিন বৃষ্টি না হওয়ায় তাপমাত্রার পারদ চড়েছে অনেকটাই। এমনকী বাঁকুড়া, বর্ধমানের মতো জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই-ছুঁই। পরিবেশে আর্দ্রতাও ৯০ শতাংশেরও বেশি। এমন পরিস্থিতিতে বুধবার থেকেই উত্তরবঙ্গের পাঁচটি জায়গার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাতেও বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া জলীয় বাষ্প জমা হওয়ায় গুমোট একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকেই তাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।

বৃহস্পতিবার জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জে ভোট। হাজার হাজার ভোটার সেদিন সকাল থেকেই বুথমুখী হবেন। কিন্তু সেসব জায়গায় সকাল থেকেই বৃষ্টি হতে পারে। ফলে সমস্যায় পড়তে পারেন ভোটাররা। হাওয়া অফিস সূত্রে খবর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়েও হবে বৃষ্টি। সঙ্গে ঝড়। হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এমনকী কিছু জায়গায় শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। ফলে আগামিকাল থেকেই শহর কলকাতা ও অন্যান্য জেলার তাপমাত্রা কমতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। কাঠফাটা রোদ্দুরে নাজেহাল রাজ্যবাসী। সেখানে বৃষ্টির এই পূর্বাভাস স্বস্তিই দিচ্ছে বাংলার মানুষকে। তবে শুক্রবার ইডেনে আবার রয়েছে আইপিএল ম্যাচ। কেকেআর মুখোমুখি হবে বিরাট কোহলির আরসিবির। পূর্বাভাস অনুযায়ী, সেদিনও বৃষ্টি হতে পারে। তাই ক্রিকেটপ্রেমীদের প্রার্থনা, আর যাই হোক, সেদিন যেন কলকাতায় বৃষ্টিতে ম্যাচ না পণ্ড হয়।

[আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোটের আগে সচেতন কমিশন, নিরাপত্তার দায়িত্বে ১৯৪ কোম্পানি বাহিনী]

The post দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement