চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: কখনও ‘ইডিয়ট’ বলে সার্চ করলে চলে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি, তো কখনও আবার ‘ভিখারি’ লিখলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি দেখা যাচ্ছে। আর এবার আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের ‘মৃত্যুদিন’ জানিয়ে দিল সার্চ ইঞ্জিন গুগল! স্ক্রিনশট-সহ বিজেপি সাংসদের পালটা টুইট, ‘এখনও অনেক কাজ বাকি। আমি বাঁচতে চাই।’
[গ্রেপ্তারির ভয়ে আত্মগোপন প্রধানের, অচলাবস্থা পঞ্চায়েত অফিসে]
দিন দিন বই পড়ার অভ্যাস কমছে। যেকোনও ঘটনা বা তথ্যের জন্য এখন গুগলই ভরসা তরুণ প্রজন্মের। আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সম্পর্কেও যাবতীয় তথ্য পাওয়া যায় ইন্টারনেটে। তিনি আবার তো শুধু কেন্দ্রীয় মন্ত্রীই নন, বিখ্যাত গায়কও বটে। কিন্তু, ঘটনা হল, সেই গুগলের সৌজন্যে বাবুল সুপ্রিয় আদৌও বেঁচে আছেন কিনা, তা নিয়ে বিভ্রান্তি চরমে পৌঁছে গিয়েছে। শেষপর্যন্ত টুইট করে নিজেকে জীবিত বলে ঘোষণা করতে হল বাবুল সুপ্রিয়কে!
ব্যাপারটা কী? গুগলে যদি আপনি বাবুল সুপ্রিয় বলে সার্চ করেন, তাহলে তাঁর জন্মবৃত্তান্ত-সহ যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এমনকী, জেনে যাবেন কবে এবং কোথায় তিনি মারা গিয়েছেন!! শুনতে অবাক লাগলেও এটাই ঘোরতর বাস্তব। সার্চ ইঞ্জিন গুগল-এ বাবুল সুপ্রিয় সংক্রান্ত ওয়েবপেজে স্পষ্ট লেখা রয়েছে, ২০১১ সালে ৩০ ডিসেম্বর কলকাতা প্রয়াত হন তিনি। জানা গিয়েছে, বিষয়টি প্রথমে নজরে আসে বাবুল সুপ্রিয়ের এক ভক্তের। তিনিই টুইট করে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তবে রেগে যাননি, বরং এই ঘটনায় মজাই পেয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ। গুগল-এর ওয়েবপেজের স্ক্রিনশট দিয়ে পালটা টুইট করেছেন তিনি। সেই টুইটে আবার ট্যাগ করেছেন গুগলকেও! ‘সংবাদ প্রতিদিন ডট ইন’-কে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, ফোন করে তাঁকে তথ্য সংশোধনের কথা জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, উইকিপিডিয়ায় অনেকের অ্যাকাউন্ট থাকে। তাঁরা চাইলেই তথ্য বিকৃত করতে পারেন। তার জেরে এমন ঘটনা ঘটেছে। কারণ উইকিপিডিয়ার তথ্য গুগলের ওয়েবপেজেও ব্যবহার করা হয়েছিল।
[ ডুয়ার্সে ফের হাতির তাণ্ডব, ৭টি বাড়ি ভাঙল বুনো দাঁতাল]
The post কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রয়াত! গুগলের দেওয়া তথ্যে বিভ্রান্তি চরমে appeared first on Sangbad Pratidin.
