বিক্রম রায়, কোচবিহার: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভরতি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার বুকে ব্যথা নিয়ে তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
শুক্রবার সকালেই কলকাতা থেকে কোচবিহার ফেরেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। এরপর সারাদিন এলাকায় বিভিন্ন জায়গায় বৈঠক করে। কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার কোচবিহার যাবেন মুখ্যমন্ত্রী। ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করবেন তিনি। সেই কারণে শুক্রবার স্টেডিয়াম পর্যবেক্ষণ করেন উন্নয়নমন্ত্রী। ঘুরে দেখেন রাসমেলা স্থল। সারাদিনের কাজ শেষে কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডের বাড়িতে ফেরেন তিনি। এরপর খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান রবীন্দ্রনাথবাবু। পরিবারের সদস্যরা জানান, এরপর মধ্যরাত অর্থাৎ ৩ টে নাগাদ আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা শুরু হয় তাঁর। বেশ কিছুক্ষণ পরও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।
[আরও পড়ুন: মানবিক প্রশাসনিক কর্তা, অসুস্থ যুবককে উদ্ধারের পর ভরতি করলেন হাসপাতালে]
বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সকাল থেকেই হাসপাতালে রয়েছেন মন্ত্রীর পরিবারের সদস্যরা ও তৃণমূলের কর্মী-সমর্থকরা। চিকিৎসকরা জানিয়েছেন, এখন আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন মন্ত্রী। কিন্তু এখনও পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। জানা গিয়েছে, শনিবার কোচবিহারে একটি মিটিং ছিল মন্ত্রীর। কিন্তু অসুস্থতার কারণে সেই বৈঠকেও হাজির হতে পারছেন না তিনি।
অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। ২০১১ সাল থেকে নাটাবাড়ি বিধানসভার বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর ২০১৬ সালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করেন।
[আরও পড়ুন: আমডাঙায় উদ্ধার হওয়া কঙ্কাল ডাইনোসরের নয়, রিপোর্টে প্রাণীর নাম জানালেন বিশেষজ্ঞরা]
The post হাসপাতালে ভরতি রবীন্দ্রনাথ ঘোষ, অবস্থা স্থিতিশীল জানালেন চিকিৎসকরা appeared first on Sangbad Pratidin.
