সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরুলিয়ায় রাজনৈতিক কর্মী খুনে রাজ্যের ঘাড়ে আরও চাপ বাড়ানোর কৌশল নিল কেন্দ্র৷ বিজেপি কর্মীর মৃত্যুর কারণ জানতে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়৷ পুরুলিয়ার বলরামপুরে বিজেপি কর্মীর জোড়া মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের তরফে রিপোর্ট চেয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷ নতুন, রিপোর্ট তলবের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক৷
পুরুলিয়ায় বিজেপি কর্মী খুনের ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিজেপি৷ জোড়া মৃত্যুর প্রতিবাদে সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা৷
[নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে প্রবল বৃষ্টির পূর্বাভাস]
ভোট পরবর্তীর হিংসায় গত দুই সপ্তাহ উত্তপ্ত হয়ে ওঠে পুরুলিয়া৷ পরপর দুই বিজেপি কর্মীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তোলে বিজেপি৷ যদিও, পুলিশ বিজেপি তোলা অভিযোগ খারিজ করে সাফ জানিয়ে দিয়েছে, গোটা ঘটনাটি আত্মহত্যা৷ মেডিক্যাল রিপোর্টেও একই কথা জানানো হয়েছে৷
জোড়া মৃত্যুর প্রতিবাদ জানিয়ে গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলার রাজনীতির ময়দান তপ্ত করার চেষ্টা করেন বিজেপির রাহুল সিনহা। রাজ্য পুলিশের তদন্তের প্রতি অনাস্থা প্রদর্শন করে, ঘটনায় কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হস্তক্ষেপ দাবি করেন তিনি৷ বিরোধী থাকাকালীন ঠিক যেভাবে বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত চাইতেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই কায়দাতেই প্রশাসনের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রাহুল সিনহা৷ সিবিআই তদন্তের পাশাপাশি, দু’দিনের ব্যবধানে পুরুলিয়া বনধ ডেকে নিজেদের ক্ষমতা প্রমাণ দেওয়ার চেষ্টা করে বিজেপি৷ কর্মী মৃত্যুর ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতির পাশাপাশি, জাতীয় রাজনীতির মঞ্চ কাঁপানোর চেষ্টা করেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ৷ টুইট করে গোটা ঘটনার প্রতিবাদ করেন তিনি৷
[চুঁচুড়ায় মেলার ভিড়ে কিশোরীর সঙ্গে অসভ্যতা প্রৌঢ়ের, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও]
The post পুরুলিয়ায় ২ বিজেপি কর্মীর মৃত্যুতে রিপোর্ট তলব কেন্দ্রের appeared first on Sangbad Pratidin.
