shono
Advertisement
Bongaon

রাস্তায় ফেলে পালিয়েছিল নাতি, দুমাস পর ৮৫-এর বৃদ্ধাকে বাড়ি ফেরাল হ্যাম রেডিও

ঘটনায় বৃদ্ধার ছেলে সকলের কাছে এদিন ক্ষমা চেয়েছেন।
Published By: Suhrid DasPosted: 06:36 PM Feb 15, 2025Updated: 07:01 PM Feb 15, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রাস্তার পাশে অশীতিপর বৃদ্ধা ঠাকুমাকে দাঁড় করিয়ে বেপাত্তা হয়েছিল নাতি। সরল মনে, বিশ্বাসে ঠাকুমা রাস্তায় অপেক্ষা করেছিলেন। কিন্তু নাতি আর আসেনি। দুমাস বাড়িছাড়া হয়ে হাসপাতালে দিন কাটিয়েছিলেন বৃদ্ধা নির্মলা হালদার। হ্যাম রেডিওর মাধ্যমে বৃদ্ধার বাড়ির ঠিকানা উদ্ধার হয়। শনিবার বৃদ্ধার ছেলে হাসপাতালে যান। হাতজোড় করে ক্ষমা চেয়ে বৃদ্ধা মাকে ফের বাড়ি নিয়ে গেলেন। ঘটনাটি বনগাঁর গোপালনগর থানার বনগাঁ চাকদহ সড়কের জোড়া রাস্তার মোড়ে।

Advertisement

পুলিশ জানিয়েছে, বছর ৮৫ বয়সের বৃদ্ধা নির্মলা হালদারের বাড়ি, নদিয়া জেলার শিমুরালি পালপাড়ায়।  দুই ছেলে, নাতিপুতি নিয়ে ভরা সংসার। স্বামীর মৃত্যুর পর থেকে ছোট ছেলে অনন্ত হালদারের সংসারে থাকতেন তিনি। অনন্তর ছেলেকে কোলেপিঠে করে মানুষ করেছেন ঠাকুমা। দুমাস আগে সেই নাতিই ঠাকুমাকে নিয়ে রাস্তায় বেরোয়। চাকদহ সড়কের জোড়া রাস্তার মোড়ে ঠাকুমাকে অপেক্ষা করতে বলে উধাও হয় ওই গুণধর।

দীর্ঘ সময় রাস্তাতেই অপেক্ষা করেছিলেন তিনি। স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে। কিন্তু কোনওভাবেই বাড়ির ঠিকানা বলতে পারেননি তিনি। গোপালনগর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই গত দু'মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি। হাসপাতালের পক্ষ থেকে হ্যাম রেডিওর মাধ্যমে তাঁর ঠিকানার সন্ধান শুরু হয়। দিন কয়েক আগে সেই বৃদ্ধার পরিবারের সদস্যদের সন্ধান হ্যাম রেডিওর সদস্যরা।

শনিবার বৃদ্ধার ছেলে অনন্ত হালদার ও তাঁর স্ত্রী হাসপাতালে যান। সকলের কাছে ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন। বৃদ্ধাকে বাড়ি থেকে বার করার ষড়যন্ত্রে ছেলেও যুক্ত। তেমনই মনে করছেন অন্যান্যরা। ছেলেকে দেখে অঝোরে কেঁদে ফেললেন ওই বৃদ্ধা মা। বৃদ্ধার সঙ্গে আর এমন কিছু করবেন না পরিবারের লোকজন। সেই প্রতিশ্রুতিই দিয়েছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাস্তার পাশে অশীতিপর বৃদ্ধা ঠাকুমাকে দাঁড় করিয়ে বেপাত্তা হয়েছিল নাতি।
  • সরল মনে, বিশ্বাসে ঠাকুমা রাস্তায় অপেক্ষা করেছিলেন।
  • দুমাস বাড়িছাড়া হয়ে হাসপাতালে দিন কাটিয়েছিলেন বৃদ্ধা নির্মলা হালদার।
Advertisement