shono
Advertisement

নির্বাচনের আগে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

খুন করা হয়েছে বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের৷ The post নির্বাচনের আগে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:16 PM Mar 23, 2019Updated: 02:16 PM Mar 23, 2019

রাজা দাস, বালুরঘাট: রাতভর নিখোঁজ থাকার পর বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে উদ্ধার হল এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ৷ তাঁর সারা শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন৷ হরিহর দাস নামে ওই তৃণমূল কর্মী খুন হয়েছেন? নাকি আত্মহত্যা করেছেন –  তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে কর্মীদের মনোবল ভাঙতে পরিকল্পনামাফিক তাঁকে খুন করেছে বিরোধীরা৷ তবে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে এনিয়ে খনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

Advertisement

[আম নেই, আমসত্ত্ব দিয়ে আজ মালদহে রাহুলকে বরণ]

নিহত হরিহর দাস দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের পাঁচহাটা এলাকার বাসিন্দা৷ তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবেই পরিচিত তিনি৷ দলের প্রার্থীতালিকা ঘোষণার পর থেকে কোমর বেঁধে প্রার্থীর হয়ে প্রচার কর্মসূচিতে অংশ নেমেছিলেন হরিহর৷ শুক্রবার বিকালে বাড়ি থেকে বেরোন হরিহর৷ সন্ধে পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়িতে ফেরেননি৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ কিন্তু তাতেও লাভ কিছুই হয়নি৷ খোঁজ পাওয়া যায়নি ওই তৃণমূল কর্মীর৷ শনিবার সকালে এলাকারই একটি বাড়ির পাশের ঝোপে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা৷ খোঁজখবর নিয়ে দেখা যায়, ওই দেহটি নিখোঁজ তৃণমূল কর্মী হরিহর দাসের৷ খবর দেওয়া হয় কুশমন্ডি কিষাণ থানায়৷ ওই তৃণমূল কর্মীর দেহে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন৷ তাঁকে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিজনদের৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হরিহরের দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে৷  

[‘হাত মুচড়ে দিন’, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়ে কমিশনের কোপে তৃণমূল নেতা]

দলীয় নেতাকর্মীদের দাবি, সামনেই লোকসভা নির্বাচন৷ তার আগে দলের সক্রিয় কর্মীদের মনোবল ভেঙে দিতে চায় বিরোধীরা৷ আর তাই পরিকল্পনা করে তাঁরাই হরিহরকে খুন করেছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা৷ এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারির দাবিতে দেহ ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখান দলীয় নেতাকর্মী এবং তাঁর পরিজনেরা৷ বেশ কিছুক্ষণ পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ নিয়ন্ত্রণে আসে৷ তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মারধরের পর প্রমাণ লোপাটের জন্য ওই তৃণমূল কর্মীর দেহ ঝোপে ফেলে যাওয়া হয়েছে৷ আদতে হরিহরকে খুন করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন? এই প্রশ্নের উত্তর পেতে আপাতত ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার অপেক্ষায় তদন্তকারীরা৷

The post নির্বাচনের আগে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement