shono
Advertisement

Coronavirus Update: একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৬০৩, স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস

পজিটিভিটি রেট ২. ৫১ শতাংশ।
Posted: 07:31 PM Nov 08, 2021Updated: 07:31 PM Nov 08, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের কোভিড গ্রাফ রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। তবে গত ২৪ ঘণ্টার স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে সামান্য স্বস্তি। একদিনে রাজ্যে সংক্রমতি হয়েছেন ৬০৩ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। তবে বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনার বলি রাজ্যের ১৪ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১৪৯ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৩৮ জন। আগের দিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি। এই পরিসংখ্যান সামান্য হলেও স্বস্তি দিয়েছে এই দুই জেলার বাসিন্দাদের। 

[আরও পড়ুন: বারাসতের গেস্ট হাউজ থেকে উদ্ধার গুজরাটের ব্যবসায়ীর দেহ, আত্মহত্যা নাকি খুন? বাড়ছে রহস্য]

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে হাওড়া। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৫০ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৪৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে।  ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৯, ০৯১। 

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৪ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে  উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯, ২৪০ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৫৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭১, ৯৫২। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন: ‘চিন্তা কোরো না, ভাল আছি’, সহকর্মীর গুলিতে মৃত্যুর আগে মাকে বলেছিলেন নদিয়ার CRPF জওয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement