shono
Advertisement

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ, করোনাজয়ী ৬৮৫ জন

দৈনিক মৃত্যুর নিরিখে শীর্ষে দার্জিলিং ও হুগলি।
Posted: 07:43 PM Sep 19, 2021Updated: 07:53 PM Sep 19, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের জারি বিধিনিষেধের সুফল যে মিলছে, তা বলার অপেক্ষা রাখে না। গত  ২৪ ঘণ্টায় ফের এক ধাক্কায় অনেকটা কমল বাংলার সংক্রমণ। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়েছে ৬৩৫ জনের শরীরে। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ১১ জন। সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। 

Advertisement

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১১৭ জন কলকাতার (Kolkata)।  অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। তবে আগের দিনের তুলনায় নিম্নমুখী কোভিড গ্রাফ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১০৭ জন। অর্থাৎ এক ধাক্কায় অনেকটা কমেছে ওই জেলার সংক্রমণ।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় পুরুষদের সঙ্গে চ্যাটে মগ্ন স্ত্রী, স্রেফ সন্দেহের বশে খুন করে পলাতক স্বামী

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে নদিয়া। একদিনে সেখানকার ৪৮ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৪৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১. ৬৬ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৬১,৬৪৯।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১১ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায়  কমেছে মৃত্যু। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে হুগলি ও দার্জিলিং। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন করে। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৬৫২ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৮৫ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৩৫,০৯১। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

[আরও পড়ুন: Durga Puja 2021: করোনায় কমেছে চাহিদা, তবু শোলায় দুর্গার মুখ ফুটিয়ে তুলছেন বর্ষীয়ান শিল্পী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement