shono
Advertisement
Bardhaman

টানা বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভাঙল মাটির বাড়ি, বর্ধমানে ঘুমন্ত দম্পতির মৃত্যু

টানা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রবল সমস্যায় বাসিন্দারা।
Published By: Tiyasha SarkarPosted: 12:35 PM Aug 05, 2025Updated: 12:35 PM Aug 05, 2025

সৌরভ মাজি, বর্ধমান: টানা বৃষ্টির জের। ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। চাপা পড়ে মৃত্যু দম্পতির। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত নসিবপুর গ্রামে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

বিগত কয়েকটা দিন ধরেই টানা বৃষ্টি চলছে বাংলাজুড়ে। প্রায় সর্বত্র জলমগ্ন অবস্থা। একই ছবি বর্ধমানের জামালপুরেও। জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই সোমবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যান ইউনুস মল্লিক ও রিজিয়া বেগম নামে ওই দম্পতি। মাঝরাতে বিকট আওয়াজে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তারা দেখতে পান ইউনুসের মাটির বাড়ি ভেঙে পড়েছে। অনুমান করা হয় যে, ধ্বংসস্তুপে চাপা পড়েছেন দম্পতি। এলাকাবাসীরা খবর পাওয়ামাত্রই ছুটে যান। তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় জেসিবি নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় যুগলকে। তারপর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া এলাকায়। প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, অবিরাম বৃষ্টির ফলে যে সমস্ত মাটির বাড়িগুলোর অবস্থা খারাপ হয়েছে সেগুলি দ্রুত মেরামত করা হবে। প্রসঙ্গত, এই প্রথম নয়। গত কয়েকদিনে বেশ কয়েকটি জেলা থেকে মাটির বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টানা বৃষ্টির জের। সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি। চাপা পড়ে মৃত্যু দম্পতির।
  • মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত নসিবপুর গ্রামে।
  • ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Advertisement