চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: আদালত থেকে সংশোধনাগারে আনার সময় সংশোধনাগারের সামনে থেকে পুলিশের হাত থেকে পালিয়ে গেল এক খুনের মামলায় অভিযুক্ত। বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দি মহকুমার কান্দি সংশোধনাগারের সামনে। অপরদিকে এই ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উপস্থিত পুলিশকর্মীরা খুনের অভিযোগ অভিযুক্তর পিছন পিছন ধরার জন্য ছুট দিলেও রাত পর্যন্ত ওই অভিযুক্তকে আর ধরতে পারেনি।
পুলিশ জানিয়েছে, “এদিন মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছিল কান্দি থানার মুনিগ্রামের মিনারুল শেখ(৪৯) খুনের মামলায় অন্যতম অভিযুক্ত সুরজ শেখকে। সন্ধের দিকে আদালত থেকে ফিরিয়ে সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় সংশোধনাগারের গেট থেকে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে যায়। চারিদিকে ওই অভিযুক্তর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। যে সমস্ত পুলিশরা আদালত থেকে সংশোধনাগার পর্যন্ত নিয়ে যাচ্ছিল অভিযুক্তদের তাদেরও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
[আরও পড়ুন: শখ মেটাতে বাড়িতে আর পোষা যাবে না পাখি, জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়]
অপরদিকে কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্র কুমার মিশ্র জানিয়েছেন, “মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার মুনিগ্রাম গ্রামের বাসিন্দা মিনারুল শেখ (৪৯) খুনের মামলায় একজনকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ। ২০২৩ সালের ২৩ জানুয়ারি কান্দি থানার অন্তর্গত মুনিগ্রাম মাঠে এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে গ্রামবাসীরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে খোঁজখবর শুরু করে এবং মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। ওই মামলায় ধৃত সুরজ শেখ জেল হেফাজথে রয়েছে। বুধবার হাজিরার দিন ছিল। সেইমতো আদালতে আনা হয়েছিল।
