shono
Advertisement

ফিট হতে হবে পুলিশকর্মীদের, প্রতি থানায় মাল্টিজিম চালুর সিদ্ধান্ত মুর্শিদাবাদে

নিয়মিত শরীরচর্চা করতে হবে সিভিক ভলানটিয়ারদেরও৷ The post ফিট হতে হবে পুলিশকর্মীদের, প্রতি থানায় মাল্টিজিম চালুর সিদ্ধান্ত মুর্শিদাবাদে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:55 AM Jun 24, 2018Updated: 11:25 AM Jun 24, 2018

শাহজাদ হোসেন, ফরাক্কা: কাজের বিপুল চাপ৷ অনিয়মিত জীবযাপন৷ পেটানো শরীরে জমছে অবাঞ্চিত মেদ৷ দুষ্কৃতীদের ধরতে গিয়ে বিপাকে পড়ছেন খোদ পুলিশকর্মীরাই! কনস্টেবল থেকে পদস্থ আধিকারিক, সর্বস্তরের পুলিশকর্মীদের ফিট করে তুলতে থানায় মাল্টিজিম খোলার সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ৷ জেলার সামশেরগঞ্জ, রানিনগর ও সালার চালুও হয়ে গিয়েছে মাল্টিজিম৷ জিমে নিয়মিত শরীরচর্চা করছেন পুলিশকর্মীরা৷ মুর্শিদাবাদের বাকি ২৪টি থানায় খুব তাড়াতাড়ি মাল্টিজিম চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে৷

Advertisement

[জামাইষষ্ঠীতে এসে আর ফেরার নাম নেই, যেতে বলায় অভিমানে আত্মঘাতী দম্পতি]

পুলিশে চাকরি অন্যতম প্রধান শর্তই হল শারীরিক সক্ষমতা বা ফিটনেস৷ বাছাই পর্বেই রীতিমতো শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয় কর্মপ্রার্থীদের৷ যাঁরা শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হন, তাঁরাই পুলিশে চাকরি পান৷ প্রশিক্ষণের পর মেলে পোস্টিং৷ কিন্তু, ঘটনা হল, চাকরি জীবনে প্রবেশের পর আগের সেই ফিটনেস আর ধরে রাখতে পারেন না বেশিরভাগ পুলিশকর্মীই৷ কারও নাদুস-নুদুস চেহারা, কারও আবার বিশাল ভুঁড়ি৷ দুষ্কৃতীদের ধাওয়া করবেন কী! একটু জোর হাঁটলে হাঁপিয়ে ওঠেন এ রাজ্যের পুলিশকর্মীরা৷ কনস্টেবল থেকে পদস্থ পুলিশকর্মী, সকলেরই একই অবস্থা৷ পরিস্থিতি এমনই, যে সম্প্রতি এ রাজ্যের পুলিশকর্মীদের শারীরিক গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট৷ আদালতের পর্ষবেক্ষণের পরই নড়েচড়ে বসেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ৷ জেলার ২৭টি থানায় মাল্টিজিম খোলার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ সুপার শ্রী মুকেশ৷

জানা গিয়েছে, মুর্শিদাবাদে প্রতিটি থানায় মাল্টিজিমের জন্য বরাদ্দ পঞ্চাশ হাজার টাকা৷ শরীরচর্চার আধুনিক সরঞ্জাম তো বটেই, মাল্টিজিমে থাকবেন ডায়েটিশিয়ানও৷ কাজের ফাঁকে নিয়মিত থানার জিমে শরীরচর্চা করতে হবে পুলিশকর্মীদের৷ অফিসার, কনস্টেবল, এমনকী সিভিক ভলানটিয়াররাও বাদ যাবেন না৷ মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশের বক্তব্য, ‘নিজেকে ফিট রাখতে জিমে নিয়মিত শরীরচর্চা একান্ত প্রয়োজনীয়৷ পুলিশকর্মীদের শরীরের ওজন যদি ঠিক থাকে, তাহলে কাজে স্বতঃস্ফূর্ততা আসবে৷ মনও সবসময় তরতাজা থাকবে৷ তাই মুর্শিদাবাদ জেলার পুলিশকর্মীদের জন্য প্রতিটি থানায় মাল্টিজিম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’

[ক্রেতা সেজে দোকানদারের নাবালিকা কন্যার শ্লীলতাহানি, গ্রেপ্তার প্রৌঢ়]

The post ফিট হতে হবে পুলিশকর্মীদের, প্রতি থানায় মাল্টিজিম চালুর সিদ্ধান্ত মুর্শিদাবাদে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement