shono
Advertisement
Waqf Act

ওয়াকফ বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, পুড়ল বাস, গুলিবিদ্ধ ২! পরিস্থিতি সামলাতে নামল বিএসএফ

সড়ক পথে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। ব্যাহত রেল পরিষেবা।
Published By: Subhankar PatraPosted: 06:45 PM Apr 11, 2025Updated: 08:02 PM Apr 11, 2025

শাহজাদ হোসেন, ফরাক্কা: ওয়াকফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! চলল গুলি। আহত ২। পুড়ল বাস। সড়ক পথে বন্ধ যোগাযোগ ব্যবস্থা। ব্যাহত রেল পরিষেবা। পরিস্থিতি সামলাতে নামল সামশেরগঞ্জে নামল বিএসএফ। 

Advertisement

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তেজিত হয়ে উঠেছে নবাবের শহর। জঙ্গিপুরের উত্তেজনার পর কড়া হাতে পরিস্থিতি সামলাতে পথে নামে প্রশাসন। নয়া আইন অনুযায়ী জারি করা হয় ১৬৩ ধারা। কিন্তু আজ, শুক্রবার দুপুর থেকে সামশেরগঞ্জের পরিস্থিতি বিগড়তে থাকে। ডাকবাংলো মোড় থেকে সুতির সাজুর মোড় অবধি ১২ নম্বর  জাতীয় সড়ক অবরোধ করে জনতা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। লাঠিচার্জ করে পুলিশ। এরপরে বোমা পড়ে বলেও অভিযোগ। আহত হন ফরাক্কার এসডিপিও। প্রাণ বাঁচাতে স্থানীয় মসজিদে আশ্রয় নেয় পুলিশ। সড়কপথে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ কার্যত বন্ধ। রেল পরিষেবা ব্যাহত হয়েছে। ফরাক্কা- আজিমগঞ্জ রুটে ট্রেন চলাচল ব্যাহত।

আইন শৃঙ্খলা সামাল দিতে পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বিক্ষোভকারীরা সরকারি, বেসরকারি বাস পুড়িয়ে দেয়। অভিযোগ, আগুন জ্বালানো হয় অ্যাম্বুল্যান্সেও। ধুলিয়ান ট্রাফিক পুলিশের অফিসেও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হন ২ যুবক। জঙ্গিপুর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক আহতের নাম এজাজ আহমেদ। বয়স ২১ বছর। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি।

পরিস্থিতি আরও বিগড়তে থাকলে বিএসএফ নামানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। আইন-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে প্রশাসন। তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করছে প্রশাসন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওয়াকফ আইনের বিরোধিতায় অগ্নিগর্ভ মুর্শিদাবাদ! চলল গুলি। আহত তিন। পুড়ল বাস। সড়ক পথে বন্ধ যোগাযোগ ব্যবস্থা।
  • ব্যাহত রেল পরিষেবা। পরিস্থিতি সামলাতে নামল সামশেরগঞ্জে নামল বিএসএফ। 
  • শুক্রবার দুপুর থেকে সামশেরগঞ্জে পরিস্থিতি বিগড়তে থাকে।
Advertisement