shono
Advertisement

অবাক কাণ্ড! ‘২ শতাংশ’ পোস্টারে মুখ ঢাকল চুঁচুড়া পুরসভা    

ব্যাপারটা কী? The post অবাক কাণ্ড! ‘২ শতাংশ’ পোস্টারে মুখ ঢাকল চুঁচুড়া পুরসভা     appeared first on Sangbad Pratidin.
Posted: 08:25 PM Jul 02, 2018Updated: 08:57 PM Jul 02, 2018

দিব্যেন্দু মজুমদার, হুগলি:  যেদিকে চোখ পড়বে, সেখানেই লেখা ‘২ শতাংশ’৷ আবার কোথাও তার নিচে লেখা বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ৷ চোখ খুললেই দরজা, জানলা, আলমারি, ঘরের দেওয়াল সর্বত্র একই লেখা৷ হ্যাঁ, এমনই অদ্ভুত পোস্টারে মুখ ঢেকেছে হুগলির চুঁচুড়ার পুরসভা৷ আপাতত রহস্যজনক এই পোস্টারই চুঁচুড়ায় আলোচনার হটকেক!

Advertisement

সোমবার সকালে পুরসভার ভিতর ঢুকে অবাক হন পুরকর্মী থেকে চেয়ারম্যান প্রত্যেকে৷ তাঁরা দেখেন পোস্টারে মুখ ঢেকেছে চুঁচুড়া পুরসভার সর্বত্র৷ কিন্তু এই ‘২ শতাংশ’-এর রহস্য কী? কাজ ফেলে চলতে থাকে তা নিয়ে আলোচনা৷ চুঁচুড়ার প্রত্যেকের মুখে মুখেই এখন ঘুরছে এই রহস্যজনক পোস্টারের কথা৷

[রাস্তা সংস্কার হচ্ছে না, ধানগাছ লাগিয়ে প্রতিবাদ তারকেশ্বরে]

পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় যদিও প্রথমে পোস্টার-কাহিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন৷ পরে তিনি জানান, আর মাত্র কয়েক মাস পর পুজো৷ তাই হয়তো বোনাসের দাবিতেই পোস্টার টাঙিয়ে নিঃশব্দ বিপ্লব কর্মীদের৷ ২ শতাংশের পোস্টারে এই যুক্তি নয় খাটল৷ কিন্তু প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কেন টাঙানো হল পোস্টার, সে বিষয়ে সদুত্তর দিতে পারেননি পুরসভার চেয়ারম্যান৷

চেয়ারম্যানের কথা মোটেও সমর্থন করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা৷ অন্য সুর তাঁদের গলায়৷ তাঁদের মত, ২ শতাংশ ও প্রবেশে নিষেধাজ্ঞার পোস্টার দিয়ে নাকি আর্থিক লেনদেনের ইঙ্গিত দেওয়া হয়েছে৷ কানাঘুষো চলছে, এ বিষয়টি নাকি জানা রয়েছে পুর কর্তৃপক্ষেরও৷ কিন্তু সুযোগ বুঝে গোটা ঘটনাকে ধামাচাপা দিতেই না জানার ভান করছেন চেয়ারম্যান৷

[সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের হাতে খুন বাঁকুড়ার প্রৌঢ়]

পুর-কর্তৃপক্ষের অনুমান, পুরসভা খোলা বা বন্ধের সময়ই এই কাজ কেউ করে থাকতে পারেন৷ সেক্ষেত্রে ঘটনার কিনারার সঠিক সন্ধানকারী হতে পারে একমাত্র সিসিটিভি ফুটেজ৷ কিন্তু নাহ! কোনওভাবেই যে সোজা অঙ্কে চলছে না গোটা ঘটনা৷ চেয়ারম্যান গৌরীকান্তবাবুর দাবি,  সিসিটিভি ফুটেজে নাকি কিছুই ধরা পড়েনি৷ কিন্তু কেন পোস্টার রহস্য ধরা পড়ল না সিসি ক্যামেরায়? এতেই আরও জটিল হয়েছে গোটা ঘটনা৷ কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেড়িয়ে পরার আশঙ্কাতেই কি ‘অকেজো’ হয়ে গেল সিসিটিভি ক্যামেরা? উঠছে সেই প্রশ্নও৷

The post অবাক কাণ্ড! ‘২ শতাংশ’ পোস্টারে মুখ ঢাকল চুঁচুড়া পুরসভা     appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার