নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: বনগাঁর নহাটা কলেজে ঢুকে মনীষীদের ছবি নষ্টের ঘটনায় ওই কলেজেরই এক ছাত্রকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ওই পড়ুয়া এবিভিপির সদস্য বলে জানা গিয়েছে।
[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ ধ্বনি ঘিরে ক্লাসের মধ্যেই পড়ুয়াদের হাতাহাতি, রঘুনাথগঞ্জে ধুন্ধুমার]
বৃহস্পতিবার নবীণবরণ অনুষ্ঠান ছিল বনগাঁ নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় বা নহাটা কলেজে। অনুষ্ঠান শুরুও হয়ে গিয়েছিল। টিএমসিপির অভিযোগ, নবীণবরণ অনুষ্ঠান চলাকালীন কলেজে ঢুকে ভাঙচুর চালান এবিভিপির সমর্থকরা। চেয়ার-টেবিল ভাঙাই শুধু নয়, কলেজের ছাত্র সংসদের ঘরে ঢুকে রবীন্দ্রনাথ ঠাকুর, বিধানচন্দ্র রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও হামলাকারীরা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এদিকে আবার টিএমসিপির বিরুদ্ধে কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে পালটা বিক্ষোভ দেখান এবিভিপির সদস্যরা। দু’পক্ষের হাতাহাতিতে রণক্ষেত্রের চেহারা নেয় নহাটা কলেজ চত্বর। শেষপর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার বনগাঁ নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ে সংঘর্ষ ও ছবি নষ্টের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম অমিত বিশ্বাস। সে নহাটা কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে আবার কলেজে হামলার অভিযোগে বনগাঁর গোপালনগরের নহাটা এলাকায় মিছিল করলেন কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শোকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল কলকাতায়। সেদিন কলেজ স্ট্রিট চত্বরে বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করা হয়। ঘটনায় শোরগোল পড়ে রাজ্যে।
[ আরও পড়ুন: ক্লাসে নিয়মভঙ্গ, সবক শেখাতে শিক্ষিকার মারে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের]
