বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: মেয়ের বিয়ে ছিল আজ অর্থাৎ শুক্রবার। সমস্ত ব্যবস্থা সারা হয়ে গিয়েছিল। আলোর রোশনাইতে ভরে গিয়েছিল ঘর। তার মধ্যেই নেমে এল অন্ধকার। বিয়ের আগের রাতে খুন হয়ে গেলেন কন্যার বাবা।
[ফেসবুকে সংগঠনের বিরুদ্ধে ‘বিদ্রোহ’, বিতর্কে পূর্ব বর্ধমানের এসএফআই নেতা]
নদিয়ার চাপড়া থানার বাঙালঝি ডাঙাপাড়ার ঘটনা। ঘটনা ঘিরে তপ্ত এলাকা। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। তবে পুলিশ মনে করছে ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। নিহতের নাম রবিউল মন্ডল। পঞ্চাশ বছর বয়সী রবিউলের মেয়ের বিয়ের দিন ঠিক ছিল শুক্রবার। তার আগে গতকাল রাতে কয়েকজন দুষ্কৃতী এসে হামলা চালায় বাড়িতে। তারা এসে প্রথমে নাম ধরে ডাকে রবিউলকে। তার মধ্যে বাড়ির কয়েকজন বাইরে আসেন। সবার সামনে রবিউলকে কোপানো হয়। গুলি করা হয়। বাড়ির সামনেই রক্তাক্ত রবিউলকে ফেলে পালায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। পুলিশ ঘটনায় জড়িতদের খোঁজে নেমেছে। নিহতের মেয়ের সঙ্গে কথা বলেছে। কোনও সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্পষ্ট, ঘটনার পিছনে একেবারে ব্যক্তিগত শত্রুতা রয়েছে।
[ফেসবুকে সংগঠনের বিরুদ্ধে ‘বিদ্রোহ’, বিতর্কে পূর্ব বর্ধমানের এসএফআই নেতা]
