shono
Advertisement
Contai

কাঁথি সমবায় ব্যাঙ্কের দায়িত্বে দুই 'তরুণ', জেলায় দলের ভারসাম্য বজায় রেখে নির্দেশ মমতার

একইসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পদ পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে।
Published By: Sucheta SenguptaPosted: 08:12 PM Feb 09, 2025Updated: 09:16 PM Feb 09, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: কাদের হাতে তুলে দেওয়া হবে কাঁথি সমবায় ব্যাঙ্কের দায়িত্ব? তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে কার নাম পাঠাবেন? এনিয়ে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রবিবার কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হল। চেয়ারম্যান হলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এবং ভাইস চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা। গুরুদায়িত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তরুণ কুমার মাইতি।

Advertisement

কাঁথি সমবায় ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান তরুণ কুমার মাইতি। নিজস্ব ছবি।

রবিবার কাঁথির সেচ দপ্তরের বাংলোয় তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ডিরেক্টরদের নিয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের সহ-সভাপতি আশিস চক্রবর্তী, কাঁথি সমবায় ব্যাঙ্ক নির্বাচন কমিটির আহ্বায়ক অখিল গিরি, সুকুমার দে-সহ জেলা নেতৃত্ব। ১৫ জন ডিরেক্টরের মধ্যে এই বৈঠকে হাজির ছিলেন ১১ জন। তবে তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে হাজির ছিলেন না ডিরেক্টর তরুণ কুমার জানা, মীর মোমরেজ আলি-সহ চারজন। কাঁথি সমবায় ব্যাঙ্কে তরুণ কুমার জানার চেয়ারম্যান হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। আর এদিনের বৈঠকে তরুণকুমার জানার অনুপস্থিতি ঘিরে উঠেছে বেশ কিছু প্রশ্ন।

কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডেলিগেট নির্বাচনেই বিরোধীরা কার্যত উড়ে গেলেও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে শাসকদলের মধ্যেই বিরোধ দেখা গিয়েছিল। এই টানাপোড়েনের জেরে হস্তক্ষেপ করতে হয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, কাঁথির বৈঠকেই প্রতিনিধি মারফৎ কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। কারও নাম নেননি তিনি। কিন্তু, কাঁথি সমবায় ব্যাঙ্কের আগের আমলে কোন দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলেন। এমনকী দুর্নীতি হয়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে ব্যাঙ্ক পরিচালনার নির্দেশ পাঠানো হয়। সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন নিয়ে বাড়তি সতর্ক ছিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব। অবশেষে এদিন ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম দলীয়ভাবে ঘোষণা করা হয়। রাজনৈতিক মহলের একাংশের মত, দলের অন্দরের অশান্তি সামলে এবং ভারসাম্য বজায় রেখেই তরুণ কুমার মাইতি এবং তরুণ কুমার জানাকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পদ পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে।

ভাইস চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা।নিজস্ব ছবি।

এই বৈঠক নিয়ে রাজ্য সমবায় ইউনিয়নের সহ-সভাপতি আশিস চক্রবর্তী জানিয়েছেন, “আমাদের ১৫ জন ডিরেক্টরের মধ্যে ১১ জন বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের সামনে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ জানিয়েছি। আর বাকি চারজন আমাদের এই বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেন। তাঁরাও সহমত পোষণ করেছেন। দলের নির্দেশ মতো কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতির নাম আমরা ঘোষণা করলাম। আর ভাইস চেয়ারম্যান হিসেবে তরুণ কুমার জানার নাম ঘোষণা করলাম।'' নব মনোনীত কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান তরুণ কুমার মাইতির প্রতিক্রিয়া, ''দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আমার কাঁধে এত বড় ব্যাঙ্কের গুরুদায়িত্ব দেওয়ার জন্য। সবাইকে সঙ্গে নিয়ে যাতে এই ব্যাঙ্কের শ্রীবৃদ্ধি করা যায়, আমি সেই চেষ্টাই করে যাব।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা।
  • চেয়ারম্যান হলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।
  • ভাইস চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা।
Advertisement