shono
Advertisement
Medinipur

জন্মেই মাতৃহীন, মামনি রুইদাসের সদ্যোজাত পুত্রকে ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যালে

মাতৃদুগ্ধের অভাবে মাত্র পাঁচদিন বয়সেই অসুস্থ শিশুপুত্র।
Published By: Sucheta SenguptaPosted: 05:31 PM Jan 13, 2025Updated: 05:34 PM Jan 13, 2025

সম্যক খান, মেদিনীপুর: পৃথিবীর আলো দেখার পর থেকে মাকে কাছে পায়নি সে। মাতৃদুগ্ধ দূর অস্ত, মায়ের ছোঁয়াটুকুও পায়নি। সেই অভাবে পাঁচদিনের মধ্যেই অসুস্থ শিশু। মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তান প্রসবের পর মৃত মামনি রুইদাসের পুত্রসন্তানকে ভর্তি করা হল হাসপাতালে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তার ঠান্ডা লেগেছে। চোখ খানিকটা হলুদ। চিকিৎসকরা বলেছেন, তার কিছু পরীক্ষা প্রয়োজন। সেসব রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা হবে।

Advertisement

গত বুধবার প্রসব যন্ত্রণা নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি হন কেশপুরের মামনি রুইদাস। পুত্রসন্তান প্রসবের পর বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, যে স্যালাইন দেওয়া হয়েছিল তার বিষক্রিয়াতেই প্রাণহানি হয়েছে সদ্য মা হওয়া মামনির। এনিয়ে তুমুল শোরগোল শুরু হয়। ঘটনার তদন্তে ১৩ সদস্যে কমিটি গড়ে দেয় স্বাস্থ্যভবন। যদিও তারা তদন্তের ভিত্তিতে নবান্নে জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী, ওই স্যালাইনের কারণে মৃত্যু নয়। এর নেপথ্যে 'হিউম্যান এরর' রয়েছে বলে প্রাথমিকভাবে উল্লেখ করা হয়েছে।

মৃত্যুর কারণ যাই হোক, জন্মের পর থেকে মা-হারা শিশুপুত্র। তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছে পরিবার। কিন্তু পরিবারের নবাগতর আগমনে আনন্দ নেই। কারণ, একজনকে পেয়ে আরেকজনকে হারাতে হয়েছে। তবে সেই শিশুও সুস্থ নেই। পাঁচদিনের মধ্যে সে অসুস্থ হয়ে পড়েছে। সোমবার বিকেলে পিসি তাকে নিয়ে আসে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। পিসির কথায়, ''ওর ঠান্ডা লেগেছে। সর্দি-কাশি হয়েছে। তাই নিয়ে এলাম। আসলে মায়ের দুধ তো পাচ্ছে না। তোলা খাবার খাওয়াতে হচ্ছে। সেটা অসুবিধার।'' মামনির মৃত্যুর তদন্ত তো চলছে। কিন্তু মাতৃহারা সদ্য়োজাত কীভাবে বড় হয়ে উঠবে, সেটাই এখন চিন্তা পরিবারের সদস্যদের।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেদিনীপুর মেডিক্যালে মৃত মামনি রুইদাসের সদ্যোজাত শিশুপুত্র অসুস্থ।
  • ঠান্ডা লেগেছে তার, রয়েছে একাধিক অসুস্থতা।
  • তাকেও মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
Advertisement