shono
Advertisement

প্যাচপ্যাচে গরম থেকে আপাতত মিলছে না রেহাই, জানাল হাওয়া অফিস

দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা অব্যাহত৷ The post প্যাচপ্যাচে গরম থেকে আপাতত মিলছে না রেহাই, জানাল হাওয়া অফিস appeared first on Sangbad Pratidin.
Posted: 11:04 AM Jun 18, 2018Updated: 11:39 AM Jun 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বর্ষা ঢুকলেও থমকে মৌসুমি বায়ুর প্রভাব৷ রবিবার দক্ষিণের জেলাগুলি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি এখনই কাটছে না৷ বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের মাত্রা অনেকটাই বেড়ে যাওয়ায় আগামী ছয় থেকে সাত দিন গরমের দাপট একই রকম থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে৷ পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা অব্যাহত রাখা হয়েছে বলে খবর৷

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ তবে, বৃষ্টি হলে যে তাপমাত্রা কমবে তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না৷ কারণ, ঝাড়খণ্ড-বিহারের দিক থেকে ক্রমাগত শুকনো গরম হাওয়া বাংলায় ঢুকছে৷ ফলে, দক্ষিণে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে৷

[‘বাম্বি বাকেটে’ আকাশ থেকে জল, আয়ত্তে জ্বলন্ত ‘কলকাতা’র আগুন]

দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এর সঙ্গে মৌসুমি বায়ুর কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছে হাওয়া অফিস৷ জানানো হয়েছে, উত্তর-পূর্ব বিহার থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত একটি ঘূর্ণাবর্ত পর্যন্ত অবস্থান করছে৷ এই সিস্টেমটি খুব একটা জোরাল না হলেও এর প্রভাবে কিছু জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে মেঘ সৃষ্টি করে৷ তার থেকেই কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে৷ হাওয়া অফিস জানিয়েছে,  মৌসুমি বায়ুর স্রোত দুর্বল হলেও উত্তরীয় বর্ষারেখা গত সোমবার রাজ্যে ঢুকে পড়েছে৷ মেদিনীপুর, নদিয়া হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত এগিয়েছে বর্ষারেখা৷ এই বর্ষারেখার প্রভাবে বায়ুমণ্ডলের উপরের স্তরে কিছুটা জলীয় বাষ্প এমনিতেই রয়েছে৷

শনিবার রাত থেকে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তর দিক থেকে তুলনামূলকভাবে ঠান্ডা জলীয় বাষ্প ঢুকে পড়ে বায়ুমণ্ডলে৷ উষ্ণ ও শীতল জলীয় বাষ্পের মিলনে বৃষ্টির মেঘ তৈরি হয়৷ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনায় মূলত ওই মেঘের সমাবেশ হয়৷ ওই মেঘ থেকে কলকাতার কিছু এলাকাতেও হালকা বৃষ্টি হয় উত্তর ও মধ্য কলকাতায়৷ আবহাওয়াবিদের মতে, মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি এখন দক্ষিণবঙ্গে নেই৷ মৌসুমি বায়ুস্রোত দুর্বল৷ দক্ষিণবঙ্গে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপও নেই৷ ফলে জোরাল বৃষ্টি এখন দক্ষিণবঙ্গে হবে না৷ আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির ভরসায় থাকতে হবে৷ তবে, বিক্ষিপ্ত হলেও অব্যাহত থাকবে গরম৷

The post প্যাচপ্যাচে গরম থেকে আপাতত মিলছে না রেহাই, জানাল হাওয়া অফিস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement