shono
Advertisement
Haldibari

বেজি, পাখি শিকার করে রান্না! হলদিবাড়িতে গ্রেপ্তার প্রৌঢ় যাযাবর

বাকিদের খোঁজে চলছে তল্লাশি।
Published By: Suhrid DasPosted: 12:20 PM Dec 03, 2025Updated: 02:51 PM Dec 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজি, সাপ, পাখি শিকার করে খাওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির হলদবাড়িতে (Haldibari)। ওই প্রৌঢ়ের নাম ডোমরা মাহাতো, বাড়ি বিহারের কিষাণগঞ্জের সমস্তিপুরে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

পুলিশ ও বনদপ্তর সূত্রে খবর, হলদিবাড়ি এলাকায় গত কয়েক দিন ধরেই একটি যাযাবরের দল ঘোরাফেরা করছিল। দলে সাত থেকে আট যুবক ও ওই প্রৌঢ় রয়েছে বলে খবর। এলাকায় সাপ, বেজি, প্রচুর সংখ্যায় পাখি আছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে, ওই এলাকার বেশ কিছু বেজি, সাপ, পাখি উধাও হয়ে যাচ্ছে। বিষয়টি স্থানীয় বনদপ্তরের কাছে জানানো হয়।

বনদপ্তরের কর্মীরা খোঁজাখুঁজির পর জানতে পারেন, ওই যাযাবর দলে থাকা প্রৌঢ় এলাকার সাপ, পাখি, বেজি শিকার করছেন! ওই নিরীহ প্রাণীগুলিতে মেরে খাওয়া হচ্ছে! এরপরই হলদিবাড়ি শহরের পাইকারি টমেটো বাজারের সংলগ্ন এলাকায় হানা দেন বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা হানা দেন। দলের অন্যান্যরা সেখান থেকে পালিয়ে যায়। ওই প্রৌঢ়কে পাকড়াও করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি শিকার করে খাওয়ার কথা স্বীকারও করেন।

ধৃতকে মঙ্গলবার মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়। আদালত ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য সুমন দাস জানিয়েছেন, পরিবেশ রক্ষায় প্রতিনিয়ত প্রচার চলছে। বন্যপ্রাণ হত্যা হলে জেল ও জরিমানাও হতে পারে। সেই বিষয়েও প্রচার চলছে। একাংশের মানুষ কিছুতেই সচেতন হচ্ছে না বলে। আরও বেশি সচেতনতা বাড়ানো উচিত বলে তিনি জানিয়েছেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেজি, সাপ, পাখি শিকার করে খাওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি!
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির হলদবাড়িতে।
  • ওই প্রৌঢ়ের নাম ডোমরা মাহাতো, বাড়ি বিহারের কিষাণগঞ্জের সমস্তিপুরে।
Advertisement