shono
Advertisement

বাগডোগরা বিমানবন্দরের নাম চিলা রায় রাখার প্রস্তাব, উত্তাল সোশ্যাল সাইট

বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পেশের পরিকল্পনা। The post বাগডোগরা বিমানবন্দরের নাম চিলা রায় রাখার প্রস্তাব, উত্তাল সোশ্যাল সাইট appeared first on Sangbad Pratidin.
Posted: 09:40 PM Jul 24, 2019Updated: 09:41 PM Jul 24, 2019

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: বাগডোগরা বিমানবন্দরের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই তার নাম পরিবর্তনের জন্য বিভিন্ন মহল থেকে চাপ আসছে। এবার উত্তরবঙ্গের খ্যাতির আড়ালে থাকা কোচ বীর চিলা রায়ের নামে বিমানবন্দরের নাম রাখার প্রস্তাব এল। এই দাবিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় উঠেছে। তার পাশাপাশি গোটা বিষয়টির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উল্লেখ করে লিখিতভাবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানানো হয়েছে।

Advertisement

[ আরও পড়ুন: ভোটের ডিউটিতে অনুপস্থিত, পুরসভার মৃত কর্মীকে শোকজ কমিশনের! ]

রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবও বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন করার পক্ষে। এ বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি। তবে চিলা রায় কিংবা অন্য নাম হবে কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা পি সুব্রমনি জানিয়েছেন, কোনও প্রস্তাব আসলে তা কর্তৃপক্ষ ঠিক করবে। চিলা রায়ের নামে বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন করার পিছনে একাধিক যুক্তি সাজিয়েছেন সমর্থকরা। উত্তরের চলচ্চিত্র পরিচালক অর্জুন বর্মন দাবি করেন, “চিলা রায়কে এ রাজ্যের ইতিহাসে কখনও তেমনভাবে পাঠ্য বইয়ে রাখা হয়নি। যে কারণে অনেকেই এই বীরের নাম জানেন না। উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিমানবন্দরটির নাম যদি তাঁর নামে রাখা যায়, তাহলে মানুষ তাঁর সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি একেবারে মাটির মানুষ হিসেবে নামকরণও যোগ্য হবে। যেভাবে শিলিগুড়ির সবচেয়ে বড় আন্তঃরাজ্য বাস টার্মিনাসের নাম পৃথিবীর অন্যতম প্রথম এভারেস্ট জয়ী তেনজিং নোরগের নামে রাখা হয়েছে তাকেও সাধুবাদ জানান তিনি।

বাগডোগরা বিমানবন্দর উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর। সম্প্রতি এই বিমানবন্দরকে কেন্দ্র করে গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটনকে এক সুতোয় বাঁধতে চেষ্টা করছেন ভারত ও বাংলাদেশের পর্যটনোদ্যোগীরা। সম্প্রতি একটি প্রান্তিক জনপদের নাম অনুসারে কেন শিলিগুড়ির মতো একটি গুরুত্বপূর্ণ শহরের বিমানবন্দরের নাম হবে তা নিয়ে প্রশ্ন ওঠে। তারপরই রবীন্দ্রনাথ থেকে ভানুভক্ত, তেনজিং নোরগে-সহ অনেকের নাম উঠে আসে। তারই মাঝে চিলা রায়ের নামও উঠে আসায় বিকল্প বাড়ল। ইতিহাস বইয়ে সেভাবে উল্লেখ না থাকলেও তাঁর বিক্রমের কাহিনি মিথ হয়ে মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। 

[ আরও পড়ুন: মেয়ে হওয়ায় জায়গা মেলেনি বাবা-মায়ের সংসারে, হাসপাতালেই অন্নপ্রাশন খুদের ]

The post বাগডোগরা বিমানবন্দরের নাম চিলা রায় রাখার প্রস্তাব, উত্তাল সোশ্যাল সাইট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement