shono
Advertisement

মোমো নয়, কার্শিয়াংয়ের পড়ুয়ার প্রাণ কেড়েছে মারণখেলা ‘ইলুমিনাটি’!

ফরেনসিক তদন্তে মিলল নয়া গেমের লিংক। The post মোমো নয়, কার্শিয়াংয়ের পড়ুয়ার প্রাণ কেড়েছে মারণখেলা ‘ইলুমিনাটি’! appeared first on Sangbad Pratidin.
Posted: 12:17 PM Sep 13, 2018Updated: 12:17 PM Sep 13, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: ফরেনসিক তদন্তে মিলল নয়া গেমের লিঙ্ক। কার্শিয়াংয়ে ছাত্র আত্মহত্যা কাণ্ডে মোমো নয়, মিলল ইলুমিনাটি গেমের তথ্য। মোবাইল পরীক্ষা করে জানা গিয়েছে, ইলুমিনাটি গেম ডাউনলোড করেছিল আত্মঘাতী ছাত্র মণিশ সার্কি। কিন্তু মোমো হোক অথবা ইলুমিনাটি, সচেতন থাকলে কীভাবে মৃত্যু হতে পারে সেটাই ভেবে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ, ব্লু-হোয়েলের মতো মোমো এবং ইলুমিনাটিও মারণ গেম কি না সেটা এখনও স্পষ্ট নয়। সাইবার বিশেষজ্ঞরাও এ বিষয়টি নিয়ে জোরালো কোনও তথ্য পায়নি। কার্শিয়াংয়ের দ্বাদশ শ্রেণির মেধাবী ছাত্রের মৃত্যুর নেপথ্যে ‘রিয়া’ নামে এক মেয়ের সন্ধানে এখন বিশেষজ্ঞরা। আদতে এটি বান্ধবীর নাম, না কি গেমের অ্যাডমিন-এ নিয়ে মেলেনি সূত্র। অথচ কার্শিয়াংয়ের যে খামার বাড়িতে ওই ছাত্রের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে সেই খামারের দেওয়ালে মিলেছে ‘ইলুমিনাটি’ লেখা। ইংরাজিতে লেখা হ্যাং ম্যান থেকে শুরু করে ‘ক্রেজি গাই’ ও বেশকিছু আঁকিবুকি।

Advertisement

[অঙ্গনওয়াড়ি কেন্দ্র বোঝাই গরুর খাবারে, শিশুদের পাতে পচা সবজি]

মৃতের পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও জানিয়েছেন, সব সময় মোবাইলে গেম নিয়ে ব্যস্ত থাকত মণিশ। কম কথা বলত। প্রথমে ওই ছাত্র মৃতু্যর পিছনে মোমো গেম থাকার সম্ভবনার কথা জানিয়েছিলেন ওই ছাত্রের পরিবার। কিন্তু পুলিশি তদন্তে ওঠে এল অন্য তথ্য। কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার হরিকৃষ্ণ পাই বলেন, মৃত ছাত্রের মোবাইল ফরেনসিক তদন্তে কলকাতায় পাঠানো হয়। সেই তদন্তে ইলুমিনাটি গেম ডাউনলোড-সহ বেশকিছু তথ্য মিলেছে। তবে ইলুমিনাটি গেম খেলতে গিয়েই ওই ছাত্রের মৃত্যু হয়েছে না কি মানসিক অবসাদে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে ওই ছাত্রের মৃত্যুতে খামার বাড়িতে লেখা তিন ছয়ের ধাঁধা আর ‘রিয়া’ নামেই কার্যত আটকে পুলিশি তদন্ত। কার্শিয়াং থানার আইসি পারিজাত সরকার বলেন, ওই ছাত্রের আত্মহত্যায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে। মৃত ছাত্রের পরিবারের তরফে কোনও এফআইআর না করায় এখনও নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়নি।

[ব্যাংকের নামে কয়েক কোটি টাকার প্রতারণা, চিটফান্ডের কারবার খেজুরিতে]

The post মোমো নয়, কার্শিয়াংয়ের পড়ুয়ার প্রাণ কেড়েছে মারণখেলা ‘ইলুমিনাটি’! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার