shono
Advertisement

হাতে চ্যানেল করতে গিয়ে বিপত্তি! প্রতিবাদ করায় বৃদ্ধের সঙ্গে দুর্ব্যবহার নার্সের

হাসপাতালের সুুপারের কাছে অভিযোগ দায়ের পরিবারের৷ The post হাতে চ্যানেল করতে গিয়ে বিপত্তি! প্রতিবাদ করায় বৃদ্ধের সঙ্গে দুর্ব্যবহার নার্সের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:36 PM Nov 13, 2018Updated: 08:36 PM Nov 13, 2018

রাজা দাস, বালুরঘাট: অপটু হাতে ইঞ্জেকশনের চ্যানেল তৈরি করতে গিয়ে বিপত্তি৷ বারবার সুচ ফোটানোয় বৃদ্ধ রোগীর শরীরের একাধিক ক্ষত৷ শেষপর্যন্ত যখন ওই রোগী চ্যানেল করতে দিতে অস্বীকার করলেন, তখন জুটল নার্সের দুর্ব্যবহার৷ অভিযুক্ত দুই নার্স আবার প্রশিক্ষণপ্রাপ্ত নন, প্রশিক্ষণ নিচ্ছেন৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে৷ অভিযুক্তদের বিরুদ্ধে হাসপাতালের সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের লোকেরা৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷

Advertisement

[ পাওনা টাকা চাইতেই বন্ধুর কানে কামড় যুবকের!]

বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড়ে এলাকার বাসিন্দা অজিত কুমার সাহা৷ প্রায় আশি বছর বয়স তাঁর৷ শ্বাসকষ্ট নিয়ে শনিবার তিনি ভরতি হন বালুরঘাট জেলা হাসপাতালে৷ পরিবারের লোকেদের দাবি, হাসপাতালে ভরতি হওয়ার পর অজিতবাবুর হাতে ইঞ্জেকশন দেওয়ার একটি চ্যানেল তৈরি করা হয়েছিল৷ কিন্তু, সেই চ্যানেলে সমস্যা দেখা দেয়৷ ফের ওই বৃদ্ধের হাতে চ্যানেল তৈরি করতে বলেন চিকিৎসকরা৷ সোমবার রাতে অজিতবাবুর হাতে ইঞ্জেকশন দেওয়ার নতুন চ্যানেল তৈরি করে আসেন হাসপাতালের দুই প্রশিক্ষণরত নার্স৷ সাধারণভাবে রোগীর হাতের শিরার উপর চ্যানেল তৈরি করা হয়৷ কিন্তু ওই দুই নার্স হাতের শিরাই খুঁজে পাচ্ছিলেন না বলে অভিযোগ৷ হাতের একাধিক জায়গায় সুচ ফুটিয়ে চ্যানেল তৈরির চেষ্টা করছিলেন তাঁরা৷ আর যখন যেখানে সুচ ফোটানো হচ্ছিল, সেখানে গভীর ক্ষত তৈরি হয়ে যাচ্ছিল৷ এক সময়ে বিরক্ত হয়ে হাসপাতালের কোনও অভিজ্ঞ নার্সকে পাঠানোর অনুরোধ করেন অজিত সাহা৷ কিন্তু, তাতে কান না দিয়ে যখন অভিযুক্ত দুই নার্স ফের চ্যানেল তৈরি করতে যান, তখন প্রতিবাদ করেন তিনি৷ এরপর ওই বৃদ্ধের সঙ্গে তাঁরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ৷ মঙ্গলবার সকালে পরিবারের লোকেদের কাছে ঘটনাটি জানান অজিত সাহা৷ বালুরঘাট জেলা হাসপাতালে সুপারের কাছে অভিযুক্ত দুই নার্সের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধের ছেলে৷

[ ইসলামপুর কাণ্ডে ধৃতদের শর্তসাপেক্ষ জামিন আদালতের]

The post হাতে চ্যানেল করতে গিয়ে বিপত্তি! প্রতিবাদ করায় বৃদ্ধের সঙ্গে দুর্ব্যবহার নার্সের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement