shono
Advertisement

পাহাড়ে ঘুরবেন? এবার ঘরে বসেই বুকিং করুন এসি টয়ট্রেনের আসন

অনলাইনেও পাহাড়ি এই ‘খেলনা’ ট্রেনের এসি বগি বুক করা যাবে৷ The post পাহাড়ে ঘুরবেন? এবার ঘরে বসেই বুকিং করুন এসি টয়ট্রেনের আসন appeared first on Sangbad Pratidin.
Posted: 03:18 PM Apr 14, 2018Updated: 03:33 PM Apr 14, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: পর্যটকদের আকর্ষণ বাড়াতে আজ, শনিবার বাতানুকূল কামরা নিয়ে ছুটতে শুরু করল টয়ট্রেন৷ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৈরি হল ভাড়ার তালিকাও৷ দু’একদিনের মধ্যেই অনলাইনেও পাহাড়ি এই ‘খেলনা’ ট্রেনের এসি বগি বুক করা যাবে৷ জানিয়েছেন, দার্জিলিং হিমালয়ান রেলের ম্যানেজিং ডিরেক্টর এমকে নার্জারি৷

Advertisement

[শিলিগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত গেল এসি টয়ট্রেন]

আপাতত দু’টি প্রথম শ্রেণির কামরার সঙ্গেই থাকছে ১৫ জন যাত্রীর বাতানুকূল কামরা৷ সব মিলিয়ে ৫১ জন যাত্রীর আসন যুক্ত টয়ট্রেনটি এনজেপি থেকে সকাল সাড়ে আটটায় রওনা দিয়ে দার্জিলিংয়ে পৌঁছবে বিকেল তিনটে ৩৫ মিনিটে৷ আবার দার্জিলিং থেকে সওয়া আটটায় রওনা দিয়ে এনজেপি’তে পৌঁছবে তিনটে দশ মিনিটে৷ পর্যটকদের সুবিধার জন্য দু’ফুট চওড়া এই ন্যারো গেজের ৮৭ কিলোমিটার পথে ট্রয়ট্রেন ছুটতে সময় নেবে মাত্র সাত ঘণ্টা৷ ইউনেস্কোর এই হেরিটেজ ট্রেনের এসি বগিতে প্রাপ্ত বয়স্কদের ভাড়া ১৫৫৫ টাকা৷ আর প্রথম শ্রেণির কামড়ার ভাড়া ১২৯৫ টাকা৷

[আরও আরামদায়ক টয়ট্রেন সফর, আসছে নয়া এসি রেক]

এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা শুক্রবার বলেন, ‘‘পর্যটকদের শৈলশহর দার্জিলিং ভ্রমণকে আরও উপভোগ্য এবং স্বাচ্ছন্দ্য দিতে টয়ট্রেনে বাতানুকূল কামরা সংযোজন করা হয়েছে৷ ভারতীয় রেলের ন্যারোজ গেজ লাইনে এই প্রথম বাতানুকূল কামরা বাণিজ্যিকভাবে চালু হল৷ এর আগে এমন কোনও নজির নেই৷’’ তিনি জানান, এবার থেকে ই-টিকিটের ব্যবস্থায় আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে দেশের যেকোনও জায়গা থেকে টয়ট্রেনের বুকিং করা যাবে৷

[‘হেরিটেজ’ টয়ট্রেন নিয়ে উদ্বিগ্ন ইউনেস্কো]

সম্প্রতি বিশ্ব ঐতিহ্যের এই পাহাড়ি খেলনা ট্রেনকে আরও আকর্ষণীয় করতে বেশকিছু পদক্ষেপ নেয় ভারতীয় রেল৷ ৪৩ লক্ষ টাক খরচ করে তৈরি করা হয় এসি রেক৷ এই এসি বগিতে রয়েছে বিশেষ জানালা৷ বগির মধ্যেই গান এবং বেতার শোনার ব্যবস্থা থাকছে৷ আগের থেকে আরও ভালভাবে ট্রেনের জানালা দিয়েই পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা৷ এরফলে পাহাড়ি পথে আকাবাঁকা টয়ট্রেনের যাত্রা আরও আরামদায়ক হবে বলে মনে করছেন রেলকর্তারা৷ এনজেপি থেকে দার্জিলিংয়ের পুরো পথ ছাড়াও কাশিয়ং থেকে একটি প্যাসেঞ্জার ট্রেন এবং ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেনের ‘জয়রাইড রান’ চলছে৷

The post পাহাড়ে ঘুরবেন? এবার ঘরে বসেই বুকিং করুন এসি টয়ট্রেনের আসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement