শাহজাদ হোসেন, ফরাক্কা: ছিল রুমাল হল বিড়াল! সুকুমার রায়ের অমোঘ সেই লেখনীই যেন সত্যি হল মুর্শিদাবাদে (Murshidabad)। কংগ্রেসের একসময়ের পদাধিকারী দল বদলে লড়ছেন তৃণমূলের (TMC) টিকিটে। আবার গতবার তৃণমূলের টিকিটে জেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবার কংগ্রেস প্রার্থী। বাংলার পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে দলবদল নতুন কিছু না। তবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৪ নম্বর জেলা পরিষদে দুই যুযুধান প্রতিদ্বন্দ্বী আবার সম্পর্কে দুই ভাই। স্বাভাবিকভাবেই নূর পরিবারের দুই ভাইয়ের লড়াই ঘিরে জমজমাট সামশেরগঞ্জ।
গতবার সামশেরগঞ্জের ৪ নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূলের টিকিটে জিতেছিলেন আনারুল হক বিপ্লব। মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষও ছিলেন তিনি। কিন্তু এবার দলের তরফে টিকিট মেলেনি। তাই দল পরিবর্তন করে কংগ্রেসে যোগ দেন তিনি। উল্লেখ্য, আনারুল হক বিপ্লব জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানের ভাইপো। তাঁর আরেক ভাইপো জামিলুর রহমান। সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের (Congress) সভাপতি ও মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। জামিলুরের বাবা জইদুর রহমান ২০২১ সালে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী ছিলেন। কিন্তু পরাজিত হন। সেই জামিলুর সাগরদিঘি উপনির্বাচনের আগে কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবার সামশেরগঞ্জের ৪ নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন তিনি।
[আরও পড়ুন: নৃশংস! পিসির বাড়ি ঘুরতে গিয়ে পিসতুতো ভাইদের হাতে গণধর্ষণের শিকার নাবালিকা]
কংগ্রেস প্রার্থী আনারুল হক বিপ্লব বলছেন, “আমি সাধারণ মানুষের সঙ্গে ছিলাম। যখন ডেকেছে তখনই পেয়েছে। যদি কাজ করে থাকি মানুষ আমাকে জয়ী করবে। মানুষ তো বলছে, তিন-চারটে গেট পেরিয়ে জামিলুরকে নিজের কথা জানাতে যাব? বিপ্লবকে তো সবসময় হাতের কাছে পাই।” পুরনো দল তৃণমূল ‘বেইমানি’ করেছে বলেও অভিযোগ আনলেন তিনি। দুই ভাইয়ের লড়াইয়ের প্রভাব কি পারিবারিক সম্পর্কেও পড়বে? সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস প্রার্থী জানাচ্ছেন, “আমাদের পরিবারে কোনও প্রভাব পড়বে না। ভাই তৃণমূলের, আমি কংগ্রেসের হয়ে লড়ছি। প্রচার নিয়ে কোনও কথা হয়নি।” সঙ্গে তাঁর হুঁশিয়ারি, তবে লড়াইটা মাঠে ময়দানে হলে, আমি এক ইঞ্চিও জায়গা ছাড়ব না। পালটা তৃণমূল প্রার্থী জামিলুর রহমান বলছেন, “রাজনীতি যখন করতে এসেছি সেখানে ভাইয়ের কোনও ব্যাপার নেই। ও ওর মতো লড়ছে, আমি আমার মতো। ভাই নূর পরিবারের সদস্য হলেও মানুষের আশা আমাকে নিয়ে বেশি।”
