shono
Advertisement

Panchayat Election: রাতের অন্ধকারে পুড়ল বিজেপি কর্মীদের ঘর, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দুর

Posted: 05:38 PM Jul 15, 2023Updated: 05:38 PM Jul 15, 2023

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: রাতের অন্ধকারে বিজেপির (BJP) দুই প্রার্থী-সহ ছয় কর্মী, সমর্থকদের ঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার খবর পেয়ে শনিবার হাওড়ার আমতায় গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখান থেকে তিনি যান বারুইপুরে। এখানেও বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন। দলের আক্রান্তদের পাশে দাঁড়িয়ে জোগালেন সাহস। ভস্মীভূত বাড়ি ফের নতুন করে তৈরি করে দেবে দল, এমন আশ্বাসও দিয়েছেন বিরোধী দলনেতা।

Advertisement

আমতার (Amta) জয়পুর থানার দক্ষিণ কাঁকরোল গ্রামের বৃহস্পতিবার গভীর রাতে দুই বিজেপির প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ছ'টি বাড়ি-সহ একটি দোকান পুড়ে গিয়েছে। শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু অধিকারী। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। জয়পুর থানার ঘেরাও করারও ডাক দেন তিনি।

[আরও পড়ুন: রাতে জয়, সকালে হার কংগ্রেস প্রার্থীর! গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ তলব হাই কোর্টের]

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে আমতা বিধানসভা এলাকার জয়পুর থানার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের কাঁকরোল গ্রামে। অভিযোগ এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে নেতাদের মদতে। আরও অভিযোগ, ঘরপোড়াদের ঘরগুলোতে বাইরে থেকে শিকল লাগিয়ে দেওয়া হয়। প্রতিবেশীরা আগুন দেখে চিৎকার করেন। এবং তাঁরাই দরজার শিকল খুলে ঘর থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এই ঘটনায় কোনওক্রমে বাড়ির বাসিন্দারা বেরতে পারলেও আগুনে পুড়ে মরেছে হাঁস,মুরগি-সহ গবাদি পশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় জয়পুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।

[আরও পড়ুন: ‘উগ্রপন্থায় বিশ্বাসী নন মুসলমানরা’, ভারতে এসে ‘সৌভ্রাতৃত্বের বার্তা’ ইসলামী সংগঠনের নেতার]

এদিন সেখানেই পৌঁছে যান শুভেন্দু অধিকারী। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি নতুন বাড়ি বানানোর আশ্বাস দেন। আক্রান্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্য দিয়েছেন, বাচ্চাদের বই কেনার জন্যও টাকা। পঞ্চায়েত ভোট লুট হয়েছে, এই অভিযোগে সরব হন বিরোধী দলনেতা। পাশাপাশি বিডিও, ওসিদের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement