shono
Advertisement

প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, প্রতিবাদে পঞ্চায়েতে তালা ঝোলাল বিজেপি

ইন্দিরা আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে৷ The post প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, প্রতিবাদে পঞ্চায়েতে তালা ঝোলাল বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:29 PM Sep 13, 2019Updated: 03:30 PM Sep 13, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: কাটমানি নেওয়া এবং সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগে বনগাঁর গোপালনগর খানার অন্তর্গত গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলাল বিজেপি৷ শুক্রবার সকালে পঞ্চায়েতের গেটে তালা ঝোলালেন গেরুয়া শিবিরের ন’জন সদস্য৷ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বাহিনী৷ এলাকার পরিস্থিতি থমথমে৷

Advertisement

[ আরও পড়ুন: লন্ডনে পাড়ি পদ্মের, দুর্গা আরাধনায় ফুলের জোগান বাঁকুড়ার চাষিদের ]

বিজেপির অভিযোগ, ইন্দিরা আবাস যোজনায় ঘর ও শৌচালয় তৈরির যে টাকা আসে, তা নিয়ে দুর্নীতি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান জাফর আলি মণ্ডল৷ একই লোককে একাধিক ঘর ও শৌচালয় বানিয়ে দিচ্ছেন তিনি৷ এমনও প্রমাণ রয়েছে যে, একজন ব্যক্তি দুই থেকে তিনটে ঘর পেয়েছেন৷ পঞ্চায়েত প্রধান এবং শাসক দলের নেতাদের পরিচিতরাই সেই প্রকল্পের পরিষেবা পাচ্ছেন৷ সাধারণ মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে৷ এখানেই শেষ নয়, গেরুয়া শিবিরের আরও অভিযোগ, সরকারি প্রকল্পের পরিষেবা পেতে গেলে কাটমানি দিতে হচ্ছে পঞ্চায়েত প্রধান জাফর আলি মণ্ডলকে৷ কাটমনি পেলে, তবেই তিনি সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের পরিষেবা দিচ্ছেন৷

[ আরও পড়ুন: চুরির পর সিদ্ধি খেয়ে মন্দিরে ঘুম চোরের! কপালে জুটল বেদম মার ]

পঞ্চায়েতে বিরোধী দল নেতা পবিত্র কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে সরকারি প্রকল্পে দুর্নীতির বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে যান তাঁরা৷ তাঁদের পাঁচ মিনিট অপেক্ষা করতে বলে, বিকালে ঘর থেকে বেরিয়ে যান পঞ্চায়েত প্রধান জাফর আলি মণ্ডল৷ এরপর রাতে তিনি আর ফেরেননি৷ শেষে পুলিশ ডেকে পঞ্চায়েতে তালা লাগান বিজেপির ন’জন পঞ্চায়েত সদস্য৷ শুক্রবার সকালে আবার পঞ্চায়েত অফিস খুললে, কর্মীদের বের করে অনির্দিষ্ট কালের জন্য অফিসে তালা ঝুলিয়ে দেন
বিজেপির সদস্যরা৷ গেরুয়া শিবিরের দাবি, দুর্নীতির বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলতে হবে পঞ্চায়েত প্রধানকে৷ যতক্ষণ না তিনি কথা বলবেন, ততক্ষণ বন্ধ থাকবে পঞ্চায়েতের কাজকর্ম৷ স্থানীয় বিজেপি নেতা বিকাশ ঘোষ বলেন, ‘‘প্রধান জাফর আলি প্রচুর কাটমানি খেয়েছে৷ সরকারি প্রকল্পে ঘর তৈরির নামে কাটমানি খায় উনি৷’’ জানা গিয়েছে, তালা ঝোলানোর পাশাপাশি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা৷ এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ৷

The post প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, প্রতিবাদে পঞ্চায়েতে তালা ঝোলাল বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার