shono
Advertisement

অব্যাহত অচলাবস্থা, জট কাটাতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

পরিস্থিতি খতিয়ে দেখবেন পার্থ চট্টোপাধ্যায়। The post অব্যাহত অচলাবস্থা, জট কাটাতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 09:44 AM Sep 15, 2018Updated: 09:44 AM Sep 15, 2018

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দূর করতে তৎপর রাজ্য৷ পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার বিশ্ববিদ্যালয় চত্বরে যাচ্ছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ যদিও তিনি জানিয়েছেন, ‘ওই কৃষি বিশ্ববিদ্যালয়টি তাঁর দপ্তরের আওতায় পড়ে না। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার তিনি ওই বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন।’ ইতিমধ্যে, পড়ুয়াদের মধ্য থেকে দাবি উঠেছে, ডিন অফ এগ্রিকালচার ও আরও একজন পদাধিকারীকে অপসারণ করতে হবে৷ পড়ুয়াদের এই দাবিও খতিয়ে দেখবেন শিক্ষামন্ত্রী৷

Advertisement

[‘মা’ সম্বোধন করে ‘ধর্ষণ’, মরণাপন্ন ৭০ বছরের বৃদ্ধা]

এদিকে, এখনও অব্যাহত বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ৷ আন্দোলনরত পড়ুয়ারা ক্লাস বয়কট করে এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপাচার্যের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যায়৷ শুক্রবার রাত আড়াইটে নাগাদ অসুস্থ বোধ করায় অফিস থেকে বেরতে পারেন উপাচার্য৷ তার অভিযোগ, ‘আন্দোলনকারী ছাত্রদের পাশাপাশি তাঁকে কয়েকজন শিক্ষকদের কাছেও অপমানিত হতে হয়েছে। তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে’৷ পড়ুয়াদের পাশাপাশি শুক্রবার বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরাও। বহিরাগত দুষ্কৃতীদের বোমা ও গুলি ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর৷ ছাত্র আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না৷ উলটে, ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনের ঝাঁজ আরও খানিকটা বাড়িয়েছেন পড়ুয়ারা৷ আন্দোলনকারীদের পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতরা এই হামলা চালিয়েছে৷ পুলিশ ক্যাম্পাসে থাকলেও নীরব দর্শকের ভূমিকায় ছিল। 

[মহরমের আগে কাটোয়ায় মাজার সংস্কারে হাত লাগিয়েছেন হিন্দুরা]

গত ৬ সেপ্টেম্বর থেকে পড়ুয়ারা ওই বিশ্ববিদ্যালয়ের কৃষি আধিকারিক ও ছাত্র কল্যাণ শাখার আধিকারিকের অপসারণের দাবিতে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন৷ দাবি না মেটায়, বৃহস্পতিবার রাতে অনশনে বসেন পড়ুয়ারা৷ অভিযোগ, পড়ুয়াদের উচ্ছেদ করতেই বৃহস্পতিবার তাণ্ডব চালায় দুষ্কৃতীরা৷ পড়ুয়াদের অভিযোগ, শাসকদলের মদতেই এই হামলা হয়েছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

The post অব্যাহত অচলাবস্থা, জট কাটাতে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement