সুব্রত বিশ্বাস: ‘মেরি মর্জি’, সেই নীতিতেই এখন চলছে রেল। যাত্রীদের প্রতিবাদ, ক্ষোভ, বিক্ষোভ রেলের কাছে কিছুই না। শনিবার আপ কুলিক এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ার মুহূর্তে আড্রেস সিস্টেমে ঘোষণা করা হয়, ট্রেনটি রামপুরহাট রুট নয়। যাবে আজিমগঞ্জ রুট হয়ে। ঠিক সেই মুহূর্তে ট্রেন ছাড়ায় অধিকাংশ যাত্রী ট্রেন থেকেই নামতে পারেননি। চরম ক্ষোভ, বিক্ষোভ চলতে থাকে ট্রেনের মধ্যেই।
হাওড়া স্টেশনেও বিক্ষোভ দেখান যাত্রীরা। টিকিট দিয়ে কেন এভাবে হঠাৎ পরিবর্তন, তা জানাতে পারেননি রেলের কোনও আধিকারিক। পরে জনসংযোগ বিভাগ জানিয়েছে, লাইন ও ওভেরহেড তারের কাজের জন্য ওই লাইনে কিছু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ এহেন সিদ্ধান্তকে যাত্রীরা ‘মগের মুলুকের’ সঙ্গে ব্যাখ্যা করেছেন যাত্রীরা।
[আরও পড়ুন: রাতে জয়, সকালে হার কংগ্রেস প্রার্থীর! গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ তলব হাই কোর্টের]
অভিযোগ, রক্ষণাবেক্ষণের নামে রোজই ট্রেন বাতিল করা হচ্ছে, ঘুরিয়ে দেওয়া। আদপে কর্মী সংখ্যা উপযুক্ত না থাকায় কাজ হচ্ছে না, উপযুক্ত মানের। ফলে দীর্ঘ সময় ধরে সমস্যা জিইয়ে রেখেছে রেল। বাহানাগা বাজারে দুর্ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও লাইন এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। মেগা ব্লকের জন্য হয়রানি যাত্রীদের বলে অভিযোগ।
