shono
Advertisement
ladies compartment

মহিলা কামরায় চড়া অপরাধ! চলন্ত ট্রেন থেকে ভবঘুরেকে ধাক্কা বেলুড়ে

রেল পুলিশ জানিয়েছে, মহিলা কামরা থেকে পড়লেও তা ঠেলে ফেলার মতো ঘটনা তেমন অভিযোগ পাওয়া যায়নি।
Published By: Paramita PaulPosted: 08:56 PM May 21, 2025Updated: 09:08 PM May 21, 2025

সুব্রত বিশ্বাস: মহিলা কামরা থেকে এক মূক ও বধিরকে ঠেলে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়াল। আহত ওই ব‌্যক্তিকে বেলুড় হাসপাতালে নিয়ে চিকিৎসা করায় আরপিএফ। বেলুড় রেল পুলিশ জানিয়েছে, মহিলা কামরা থেকে পড়লেও তা ঠেলে ফেলার মতো ঘটনা তেমন অভিযোগ পাওয়া যায়নি।

Advertisement

প্রত‌্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহিলা কামরায় চড়া ওই পুরুষযাত্রী ভবঘুরে প্রকৃতির হওয়ায় তাঁকে উঠতে বাধা দেয় কিছু মহিলা যাত্রী। তাঁরাই চলন্ত ট্রেন থেকে ধাক্কা দেওয়ার পর ওই ভবঘুরে স্টেশনে পড়ে যায়। মাথা ফেটে রক্ত বেরতে থাকে। পায়েও ক্ষত হয়। ওই পরিস্থিতিতে আপ ট্রেনটি বেলুড় ছেড়ে চলে যাওয়ায় মহিলাদের শনাক্ত করা যায়নি। হাওড়ার পুলিশ সুপার পুষ্পা জানিয়েছেন, তদন্ত শুরু করেছে পুলিশ।

মহিলা কামরায় পুরুষ চড়া নিয়ে রেলের নিষেধাজ্ঞা রয়েছে। আইনতভাবে মহিলা কামরায় চড়া পুরুষ যাত্রীদের গ্রেপ্তার করে আরপিএফ। সম্প্রতি শিয়ালদহে মহিলাদের নির্ধারিত ট্রেনে কিছু কামরায় পুরুষদের চড়ার অধিকার দেওয়া হয়। এরপর পুরুষরাও সেই কামরাতে চড়া শুরু করে। হাওড়া ডিভিশনে এমন প্রথা চালু না হলেও নির্ধারিত কামরাতে পুরুষ চড়লে ধরে আরপিএফ। বুধবারও এই ধরপাকড় চলে হাওড়ায়। তবে মহিলাদের মধ্যে অনেকেই তাদের কামরায় পুরুষ দেখলে একেবারে খড়্গহস্ত হয়ে ওঠেন। নিজেরাই আইন হাতে তুলে নেয় বহু সময়। এই ঘটনা তেমন কোনও পরিস্থিতির কিনা তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে আরপিএফ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহিলা কামরা থেকে এক মূক ও বধিরকে ঠেলে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়াল।
  • আহত ওই ব‌্যক্তিকে বেলুড় হাসপাতালে নিয়ে চিকিৎসা করায় আরপিএফ।
  • বেলুড় রেল পুলিশ জানিয়েছে, মহিলা কামরা থেকে পড়লেও তা ঠেলে ফেলার মতো ঘটনা তেমন অভিযোগ পাওয়া যায়নি।
Advertisement