রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সব ঠিকঠাক থাকলে আগামী ১৬ জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেদিনীপুর টাউনে প্রধানমন্ত্রীকে দিয়ে জনসভা করানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি। লোকসভা নির্বাচনের ঠিক এক বছর আগে কৃষকদের মন জয় করতে খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এর প্রচারে নিজেই রাজ্যে রাজ্যে যেতে চাইছেন মোদি। সেই মতো নিজের সফরে বিভিন্ন রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। দিল্লি থেকে প্রধানমন্ত্রীর এই কর্মসূচির বিষয়টি শুক্রবারই জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষের বক্তব্য, “আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। মেদিনীপুর টাউনেই জনসভা হবে।”
[ভরতি প্রক্রিয়াকে ঘিরে সিউড়ির বিদ্যাসাগর কলেজে উত্তেজনা, পড়ুয়াদের বিক্ষোভ]
মোদি সরকারের প্রতি জনসমর্থন অনেকটাই কমেছে কৃষকদের মধ্যে। কৃষিঋণ মকুব, ন্যূনতম সহায়ক মূল্য, ফসলের ন্যায্য দাম-সহ একাধিক দাবিতে বিভিন্ন রাজ্যে কৃষক আন্দোলনও হয়েছে। কৃষকদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। মহারাষ্ট্রে বিশাল মিছিলও হয়েছে কৃষকদের। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে কৃষক এবং দলিত ইস্যু যথেষ্ট উদ্বেগের কারণ বিজেপির কাছে। লোকসভা নির্বাচনে ক্ষমতায় ফিরতে গেলে কৃষকদের সমর্থন পাওয়াটা যে জরুরি তা জানেন বিজেপির শীর্ষ নেতারা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সম্পর্কে কৃষকদের মধ্যে থাকা নেতিবাচক ধারণা কাটাতে তৎপর নরেন্দ্র মোদি-অমিত শাহরা। তাই লোকসভা ভোটের আগে কৃষকদের সমর্থন পুনরুদ্ধারে খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিষয়টি প্রচারে নিয়ে যেতে বিভিন্ন রাজ্যে গিয়ে সভা করতে চান প্রধানমন্ত্রী।
[হাওড়ায় আরও দু’টি নতুন থানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী]
রাজ্য বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীর সভার জন্য পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ কৃষিপ্রধান জেলা মেদিনীপুরকেই বেছে নিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রামে ভাল ফল করেছে বিজেপি। মেদিনীপুর লাগোয়া পুরুলিয়াতেও ভাল ফল হয়েছে। মেদিনীপুর টাউনে সভা হলে পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া থেকেও বিশাল জমায়েত করার টার্গেট নেওয়া হয়েছে। দিলীপ ঘোষের দাবি, ১৬ জুলাই প্রধানমন্ত্রীর সভায় কমপক্ষে দেড় থেকে দু’লক্ষ মানুষের ভিড় হবে। দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানালেন, লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করবেন প্রধানমন্ত্রী।
The post অমিত শাহ-র পর এবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সভা শুভেন্দুর গড় মেদিনীপুরে appeared first on Sangbad Pratidin.
