shono
Advertisement

অবাধ নির্বাচনের স্বার্থে অনুব্রতকে গৃহবন্দি করার দাবি, কমিশনে ভোটকর্মীরা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নজিরবিহীন দাবি পেশ। The post অবাধ নির্বাচনের স্বার্থে অনুব্রতকে গৃহবন্দি করার দাবি, কমিশনে ভোটকর্মীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:30 AM Apr 28, 2019Updated: 03:32 PM Apr 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীরভূমে ভোট শান্তিপূর্ণ করতে হলে গৃহবন্দি করতে হবে ওই জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এমনই নজিরবিহীন দাবি পেশ করল ভোটকর্মীদের ঐক্য মঞ্চ৷ সংগঠনের সদস্যদের অভিযোগ, ওই জেলার দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতা তাঁদের ভয় দেখাচ্ছেন৷ নির্বাচনের দিন শাসকদলের হয়ে কাজ করতে বলছেন৷ এবং একের পর এক ভাষণ ও মন্তব্যে তিনি যেসব হুঁশিয়ারি দিচ্ছেন, তাতে ভীত ও সন্ত্রস্ত তাঁরা৷ এভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়া সম্ভবপর নয় বলেও কমিশনে জানিয়েছে সংগঠনটি৷

Advertisement

[ আরও পড়ুন: রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তিনটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের]

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে সংগঠনের কর্মীদের দাবি, ভোটের দিন অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি করে রাখতে হবে৷ তিনি যাতে কোনওভাবেই বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন সেই ব্যবস্থা করতে হবে৷ প্রয়োজনে তাঁকে বিশেষ নজরদারির মধ্যে রাখতে হবে৷ তবেই ওই জেলায় ভোট শান্তিপূর্ণভাবে করা সম্ভব হবে৷ না হলে তা সম্ভবপর নয়৷ এমনকী তাঁরা এও জানান, অনুব্রত মণ্ডল বারবারই বলে এসেছেন ভোটের দিন বুথে একটা মাছিও গলতে পারবে না৷ ভোটকর্মীদের প্রশ্ন, তবে তাঁদের বুথে থাকার কী দরকার? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ জানানোর পাশাপাশি, অভিযোগপত্রে ডায়মন্ড হারবারের বাম প্রার্থী ফুয়াদ হালিমের বারবার আক্রান্ত হওয়ার বিষটিকেও উল্লেখ করেন ভোটকর্মীদের এই সংগঠন৷ এক্ষেত্রে তাঁদের অভিযোগ, কমিশন একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে, ভোটগ্রহণের দিন ভোটকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে সুনিশ্চিত হবে? এভাবে চললে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা৷

[ আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার লড়াই, রাহুলকে হারালেন মমতা ]

একদিকে কলকাতায় যখন তাঁর বিরুদ্ধে ভোটকর্মীরা কমিশনে অভিযোগ জানাচ্ছেন, তখন নিজের গড় বীরভূমে একই মুডে রয়েছেন অনুব্রত মণ্ডল৷ শেষ মুহূর্তের প্রচারেও বিরোধীদের প্রচ্ছন্ন হুমকি দেন তিনি৷ ভোটের দিন বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রজুড়ে কী কী ব্যবস্থা থাকবে, শনিবার সে বিষয়েই প্রশ্ন করা হয় দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে৷ নির্বাচন কমিশনের চোখরাঙানিতে তাঁর বিশেষ কিছুই যে যায় আসে না, স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মুখ খুলে আরও একবার তা প্রমাণ করেন অনুব্রত মণ্ডল৷ এদিন তিনি বলেন, ‘‘পাচন থেকে নকুলদানা ভোটের দিন সব দেখতে পাবেন৷ আদর, সোহাগ সব থাকবে৷ মানুষকে জল দেব৷ নকুলদানা দেব৷ সব দেব৷ বিরোধীদের জন্য নকুলদানা থাকবে৷’’ বীরভূম, বর্ধমান সর্বত্রই যে ঘাসফুল শিবিরের প্রার্থীরাই জয়ী হবেন, ভোটের আগে আরও একবার সেকথা জানিয়ে দেন অনুব্রত৷

The post অবাধ নির্বাচনের স্বার্থে অনুব্রতকে গৃহবন্দি করার দাবি, কমিশনে ভোটকর্মীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement