shono
Advertisement

মৃত মায়ের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের

ফেসবুকে সমালোচনার ঝড় ভাইরাল ছবিকে ঘিরে। The post মৃত মায়ের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:07 PM Nov 25, 2018Updated: 09:07 PM Nov 25, 2018

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মৃত মায়ের সঙ্গে সেলফি তুলে নেটদুনিয়ায় ছেড়ে দিল ছেলে৷ ঘটনাটি ঘাটাল মহকুমার দাসপুরের ধরমা গ্রামে৷ সেই ছবি এখন ভাইরাল৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ধরমা গ্রামের গীতা জানাকে (৬০) সাপে কামড়ায়৷ আশঙ্কাজনক অবস্থায় কলকাতা নিয়ে যাওয়ার পথে গীতাদেবী মারা যান৷ গীতাদেবীর তিন ছেলে ও তিন মেয়ে৷ ছোট ছেলে গণেশ সোনার কাজে ভিনরাজ্যে থাকেন৷ হঠাৎ‍ মায়ের মৃত্যুর খবর পেয়ে গণেশবাবু কানায় ভেঙে পড়েন৷ দ্রুত বাড়ি চলে আসেন৷ গীতাদেবীর অন্যান্য ছেলে-মেয়েরাও মায়ের মৃত্যুসংবাদ পেয়ে চলে আসেন৷

Advertisement

 

 

[বিদ্যুৎস্পৃষ্ট হনুমানের শুশ্রূষা করে মানবিকতার নজির গৃহবধূর]

গণেশবাবু যখন বাড়ি আসেন, তখন তার আগেই গীতাদেবীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়৷ বাড়ি পৌঁছতে না পৌঁছতেই ছুটে যান শ্মশানে৷ গণেশবাবুর আক্ষেপ মায়ের সঙ্গে তাঁর কোনও ছবিই নেই৷ তুলব তুলব করে মায়ের সঙ্গে ছবি তোলাই হয়নি তাঁর৷ অথচ মাকে কী নাই ভালবাসতেন তিনি৷ তাই চিতায় তোলার আগে মায়ের মৃতদেহের পাশে বসে টপাটপ সেলফি তুলে নিলেন গণেশবাবু৷ আর সেই ছবি তিনি ছেড়ে দিলেন ফেসবুকে৷ অনেকেই তা নিয়ে মন্তব্য করতে থাকেন৷ ওঠে সমালোচনার ঝড়।

[রথযাত্রার আগে জনসংযোগ, লিফলেট হাতে বাড়ি বাড়ি গেরুয়া শিবির]

কিন্তু, কী বলছেন গণেশবাবু? তিনি বলেন, “আমি বাইরে থাকি৷ মা আমাকে খুব ভালবাসতেন৷ কিন্তু, মায়ের সঙ্গে আমার কোনও ছবিই নেই৷ তুলব তুলব করে ছবি তোলাই হয়নি৷ মা হঠাৎ‍ চলে গেলেন৷ তাই মায়ের স্মৃতি ধরে রাখতে মৃতদেহের সঙ্গে সেলফি তুলে নিলাম৷ এটাই আমার স্মৃতি হয়ে থাকবে৷” কিন্তু, সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করলেন ওই ছবি? গণেশবাবু বলেন, “অন্য কোনও উদ্দেশ্য নেই, এটা মায়ের প্রতি আমার শ্রদ্ধা ছাড়া আর কিছুই নয়৷ কে কী মন্তব্য করল তা আমার কিছু যায় আসে না৷” গণেশবাবুর আরও যুক্তি, ‘‘যদি সোশ্যাল মিডিয়ায় কেউ যদি বাড়াবাড়ি করে, তাহলে তাঁকে আনফ্রেন্ড করে দেব৷ প্রয়োজনে ব্লকও করে দিতে পারি৷ এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত৷ এখানে কেউ হস্তক্ষেপ করুন, সেটা আমি কোনওদিন মেনে নেব না৷’’

ছবি: সুকান্ত চক্রবর্তী৷

The post মৃত মায়ের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement