সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার গ্রেপ্তার। আর দু’দিনের মধ্যেই পালাল বন্দি। তাও কিনা পুলিশ লক আপের জানলার শিক ভেঙে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বেলঘরিয়া থানা এলাকায়৷ পলাতক বন্দির নাম অভিজিত্ মল্লিক৷
[সব বিরোধীপক্ষকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ সোনিয়ার, ডাকা হল না কেজরিকে]
জানা গিয়েছে, গত মঙ্গলবারই অভিজিতের সঙ্গে অন্য দুই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে থানার লক-আপে রেখেছিল বেলঘরিয়া থানার পুলিশ৷ বৃহস্পতিবার বিকেলে পুলিশকর্মীদের নজরে আসে লক আপের জানলার শিক ভাঙা৷ অপর দুই বন্দি ভিতরে থাকলেও অভিজিত্ পালিয়ে গিয়েছে৷ বারাকপুর কমিশনারেটের ডিসি ধ্রূবজ্যোতি দে ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন৷ পলাতক বন্দির খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে৷ আশেপাশের থানাগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে।
[স্মার্টফোনে চার্জ থাকছে না? এখনই ‘আন-ইনস্টল’ করুন এই ১০ অ্যাপ]
পুলিশ সূত্রে খবর, গত সোমবার রাতে বেলঘরিয়ার নীলগঞ্জ মোড়ে এক যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন পুলিশ আধিকারিকরা৷ জয়দীপ ঘোষ নামে ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় গুলিভর্তি আগ্নেয়াস্ত্র৷ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়৷ জয়দীপকে থানায় জিজ্ঞাসাবাদ করে তার আরও দুই শাগরেদের খোঁজ মেলে৷ এরপর ওইদিন রাতেই নিমতার বাসিন্দা অভিজিত্ মল্লিক ও বেলঘরিয়ার পচা নামে জয়দীপের দুই সঙ্গীকে গ্রেপ্তার হয়৷ ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হলে তাদের পুলিশ নিজের হেফাজতে নেয়৷ কর্তব্যরত আধিকারিকের ঘরের পিছনের লক আপে তাদের রাখা হয়৷ সেখান থেকেই জানলার শিক ভেঙে পালায় অভিজিত্৷
[আস্ত একটি রেল স্টেশনকে বিয়ে করেছেন এই মহিলা!]
The post উধাও জানলার শিক! পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরার বন্দি appeared first on Sangbad Pratidin.
