shono
Advertisement

CAA’র সমর্থনে মিছিল ঘিরে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ, মাথা ফাটল ঝালদা থানার আইসির

পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোঁড়ে মিছিলকারীরা। The post CAA’র সমর্থনে মিছিল ঘিরে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ, মাথা ফাটল ঝালদা থানার আইসির appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 AM Jan 07, 2020Updated: 08:48 AM Jan 07, 2020

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির অনুমতিহীন মিছিলকে ঘিরে ধুন্ধুমার পুরুলিয়ার ঝালদায়। সোমবার বিকালে ঝালদা পুর শহরের বিরসা মোড় এলাকায় ওই অনুমতিহীন মিছিলে বাধা দিলে বিজেপি-পুলিশ খন্ডযুদ্ধ বাঁধে। ইট-পাথর-লাঠির ঘায়ে আক্রান্ত হয় পুলিশ। মাথা ফাটে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের। বিজেপি রাস্তায় আগুন জ্বালাতে গেলে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইসি-সহ মোট ছ’জন পুলিশকর্মী জখম হন। যদিও বিজেপির দাবি, তাদেরও কয়েকজন কর্মী চোট পান। ফলে এই ঘটনায় জেলা বিজেপি আন্দোলনে নামার হুমকি দিয়েছে। পালটা পথে নেমে আগামী ৯ জানুয়ারি ধিক্কার মিছিলের ডাক দিয়েছে তৃণমূল।

Advertisement

সোমবার ঝালদা পুর শহরের মেরি আপকার ময়দান থেকে দুপুর আড়াইটে নাগাদ সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল শুরু করে বিজেপি। মিছিলে ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ তথা দলের জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো, দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী-সহ আরও অনেকে। মিছিল বিরসা মোড় এলাকায় আসতেই শুরু হয় ঝামেলা। ঝালদা থানার পুলিশের কাছে খবর ছিল ওই মিছিল বিরসা মোড় এলাকায় শেষ হবে। কিন্তু সেই মিছিল ওখান থেকে ব্লক মোড়ের দিকে এগোনোর চেষ্টা করে। তখনই অনুমতিহীন মিছিলে বাধা দেয় পুলিশ। তারপরই মিছিলে থাকা উত্তেজিত বিজেপি নেতা–কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে থাকে। দলের পতাকার সঙ্গে থাকা লাঠি দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় এক মহিলা পুলিশ কর্মী জখম হন। পুলিশ বিজেপির সেই হামলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। তারই মধ্যে মিছিলে থাকা বিজেপি নেতা-কর্মীদের একাংশ রাস্তার উপর আগুন ধরানোর চেষ্টা করে। তখন পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। আমাদের কর্মীদের উপর লাঠি চালিয়েছে। কয়েকজন কর্মী জখম হয়েছেন। পুলিশের এই হামলা পরিকল্পিত।” তবে এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে মিছিলে থাকা বিজেপি নেতা–কর্মীরা পতাকায় থাকা লাঠি উঁচিয়ে পুলিশের উপর হামলা করছে। মিছিল থেকে ‘মার, মার’ বলে স্লোগান উঠছে। পুরুলিয়া জেলা তৃণমূলের বরিষ্ঠ সহ–সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোনও কর্মসূচি হওয়া মানেই অশান্তি পাকানো। তারা এই মিছিল শুরুই করেছিলেন ঝামেলা পাকানোর পরিকল্পনা নিয়ে। আমরা এই ঘটনার প্রতিবাদে আগামী ৮ জানুয়ারি ঝালদা শহরের পথে নেমে ধিক্কার মিছিল করব।” এই ঘটনার তীব্র নিন্দা করেছে পুরুলিয়া জেলা কংগ্রেসও।

[আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, বাঁকুড়ার জঙ্গলে ঘোরাফেরা করছে বাঘই]

পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন, “ওই মিছিলের কোন অনুমতি ছিল না। তারা মিছিল থেকেই রাজ্য সড়কে আগুন জ্বালানোর চেষ্টা করে। আমরা বাধা দিলে ইট-পাথর ছোঁড়ে। আইসি-সহ মোট ছ’জন পুলিশকর্মী জখম হন। এই ঘটনায় মামলা করা হচ্ছে।”

The post CAA’র সমর্থনে মিছিল ঘিরে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ, মাথা ফাটল ঝালদা থানার আইসির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement