shono
Advertisement
Bankura

চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেপ্তার অধ্যাপক

ধৃতকে ১৬ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
Published By: Suhrid DasPosted: 04:12 PM Jun 10, 2025Updated: 04:13 PM Jun 10, 2025

টিটুন মল্লিক, বাঁকুড়া: শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন অধ্যাপক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। ধৃত ব্যক্তির নাম সুমন পাল। তিনি পুরুলিয়ার সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত  বলে খবর। ধৃতকে আজ, মঙ্গলবার বাঁকুড়া আদালতে তোলা হয়। ধৃতকে ১৬ জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, অভিযোগকারিনী দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক। গত ২৬ মে তিনি চক্রধরপুর এক্সপ্রেসের যাত্রী ছিলেন। রাতের সেই ট্রেনের যাত্রী ছিলেন ওই অধ্যাপকও। অভিযোগ, সেই রাতে ট্রেনের মধ্যেই ওই অধ্যাপক তাঁর শ্লীলতাহানি করেন। পরদিন, ২৭ তারিখ বাঁকুড়া রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই ঘটনার তদন্তে নেমেছিলেন তদন্তকারীরা।

গতকাল, সোমবার পুরুলিয়ার সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপককে গ্রেপ্তার করা হয়। বাঁকুড়া এলাকায় ওই অধ্যাপকের বাড়ি। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ, তাঁকে আদালতে তোলা হল। ওই অধ্যাপক বিবাহিত। পরিবারের লোকজনও হতবাক এমন ঘটনায়। ঘটনার কথা জানাজানি হতে বিশ্ববিদ্যালয় চত্বরেও গুঞ্জন ছড়িয়েছে বলে খবর।

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন অধ্যাপক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়।
  • ধৃত ব্যক্তির নাম সুমন পাল। তিনি পুরুলিয়ার সিধু কানহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বলে খবর।
Advertisement