shono
Advertisement

অবৈধভাবে খাল ভরাট করে বহুতল নির্মাণ, প্রতিবাদে শামিল গোটা গ্রাম

প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার গ্রামবাসীদের৷ The post অবৈধভাবে খাল ভরাট করে বহুতল নির্মাণ, প্রতিবাদে শামিল গোটা গ্রাম appeared first on Sangbad Pratidin.
Posted: 08:01 PM Jan 21, 2019Updated: 10:24 PM Jan 21, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: খাল ভরাট করে চতুর্দিকে গড়ে উঠছে বহুতল৷ পরিবেশের ক্ষতি হচ্ছে যথেষ্টই৷ কিন্তু তার প্রতিবাদ করে সুফল পেয়েছেন, এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়৷ উত্তর ২৪ পরগনার ডুমার সেকাটি গ্রামে ধরে পড়ল তার ব্যতিক্রমী চিত্র৷ কয়েকশো গ্রামবাসীর আন্দোলনের জেরে বন্ধ হল খাল ভরাট করে অবৈধ নির্মাণ৷  

Advertisement

রোদে-জলে নষ্ট হচ্ছে সবুজসাথী সাইকেল, ক্ষোভে ফুঁসছে বালুরঘাট

ডুমা পঞ্চায়েত এলাকার সেকাটি গ্রামেই রয়েছে চালোন্দিয়া খাল৷ স্থানীয়দের দাবি, যমুনা নদীর সঙ্গেও সংযোগ রয়েছে এই খালের৷ সংস্কারের অভাবে মজে গিয়েছে খালটি৷ গ্রামবাসীরা বারবারই খাল সংস্কারের দাবি জানিয়েছেন৷ কিন্তু সেই দাবিপূরণ হয়নি আজও৷ গ্রামবাসীদের অভিযোগ, খাল সংস্কার তো দূরস্ত৷ পরিবর্তে রাতের অন্ধকারে কয়েক কিলোমিটার বিস্তৃত এই খালটি ভরাট করছে প্রমোটার৷ তাঁদের দাবি, ডুমা পঞ্চায়েতের তরফে গ্রামবাসীদের কাছে খাল সংস্কারের আশ্বাস দেওয়া হয় ঠিকই৷ কিন্তু তা মোটেও সত্যি নয়৷ বরং খালটি বুজিয়ে ফেলার অসাধু চক্রের সঙ্গে পঞ্চায়েত দপ্তরের যোগসাজশ রয়েছে৷ স্থানীয়দের বক্তব্য, খাল বুজে গেলে বর্ষাকালে জলমগ্ন হয়ে যাবে গোটা এলাকা৷ তাই তাঁরা কিছুতেই খাল ভরাট করে অবৈধ নির্মাণের পক্ষপাতী নন৷ খাল বুজিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার ডুমা পঞ্চায়েত দপ্তর ঘেরাও করে বিক্ষোভও দেখান অন্তত শ’খানেক গ্রামবাসী৷

বউয়ের সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে ভাইয়ের গলায় ব্লেড চালাল যুবক

এদিকে, গ্রামবাসীদের বিক্ষোভের ফলে পঞ্চায়েত দপ্তরের কাজকর্মও ব্যাহত হয়৷ তাই বাধ্য হয়েই আধিকারিকরা গাইঘাটা থানার দ্বারস্থ হন৷ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ খাল ভরাট যাতে না হয়, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে বলে গ্রামবাসীদের আশ্বাস দেয় গাইঘাটা থানার পুলিশ৷ প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেন গ্রামবাসীরা৷ আগামী দিনে আবারও খাল ভরাটের উদ্যোগ নিলেই বড়সড় আন্দোলনে শামিল হবেন বলেই হুঁশিয়ারি দেন তাঁরা৷

The post অবৈধভাবে খাল ভরাট করে বহুতল নির্মাণ, প্রতিবাদে শামিল গোটা গ্রাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement