সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুড়ি দিনের শিশুকন্যাকে বিক্রির অভিযোগে আটক মা-সহ ৫ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার বারুইপুর থানা এলাকার মাধবপুরের বাসিন্দা তাপস নস্কর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, পুজা সর্দার নামে এক মহিলা টাকার বিনিময়ে নিজের ২০ দিনের শিশুকে বিক্রি করেছে। এই অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করে বারুইপুর থানার পুলিশ। এরপরই আটক করা হয় পুজা সর্দার-সহ ৫ জনকে। উদ্ধার করা হয়েছে শিশুকন্যাটিকেও।
[আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার ছবিতে সিঁদুর পরিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশের জালে যুবক]
জানা গিযেছে, উজ্জল বাছার নামে একব্যক্তির মারফত ১৫ হাজার টাকার বিনিময়ে নিজের ২০ দিনের শিশুকন্যাকে বিক্রি করেছিল পুজা। মহিলার ঠাকুমা করুণা নস্কর গোটা বিষয়টি জানত। শিশুটিকে কিনেছিল বাসন্তী এলাকার বাসিন্দা বিশ্বদেব সর্দার ও শর্মিষ্ঠা সর্দার। কিন্তু কেন ২০ দিনের শিশুটিকে বিক্রি করল মা? শুধুই কি টাকার জন্য নাকি কন্যাসন্তান হওয়ায় কারণেই বিক্রির ছক কষেছিল পুজা, তা জানার চেষ্টা শুরু করেছে তদন্তকারীরা। পুলিশের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই পুলিশের তরফে শিশুটির মা, তার ঠাকুমা, দালাল উজ্জল বাছার-সহ যে দম্পতি শিশুটিকে কিনেছিল তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
[আরও পড়ুন: চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, মৃত্যুর মুখ থেকে যাত্রীকে বাঁচিয়ে ‘হিরো’ RPF জওয়ান]
The post পনেরো হাজারে কুড়ি দিনের শিশুকন্যাকে ‘বিক্রি’, আটক মা-সহ ৫ appeared first on Sangbad Pratidin.
