সুমিত বিশ্বাস, পুরুলিয়া: তখনও ময়নাতদন্ত হয়নি। পুরুলিয়ার তৎকালীন পুলিশ সুপার জয় বিশ্বাস জানিয়ে দিয়েছিলেন, আত্মহত্যা করেছেন বলরামপুরের বিজেপি কর্মী দুলাল কুমার। সেকারণে তাঁকে তড়িঘড়ি পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু, ঘটনা হল, ওই বিজেপি কর্মীর মৃত্যুতে আত্মহত্যার তত্ত্বেই সিলমোহর দিল পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড। এদিকে দলের দুই কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকে রবিবার সকাল থেকে পুরুলিয়া জেলাজুড়ে চলছে বনধ। শনিবার রাতে মৃতদের বাড়িতে যায় বিজেপির এক প্রতিনিধি দল। সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় গেরুয়া শিবির।
[ফের বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, উত্তপ্ত পুরুলিয়া]
এবারের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের পুরুলিয়ায় তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বিজেপি। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে শাসকদলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বলরামপুরে মাত্র তিনদিনের ব্যবধানে রহস্যজনকভাবে মারা গেলেন দুই জন বিজেপি কর্মী। ত্রিলোচন মাহাতোর পর ফের বলরামপুরেই দুলাল কুমার নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। দুলাল কুমারের বাড়িতে বলরামপুরের ডাভা গ্রামে। শনিবার সকালে গ্রাম থেকে প্রায় তিনশো মিটার দূরে বাঘমুন্ডি সড়কের কাছে বিদ্যুতের হাইটেশন লাইনের টাওয়ারে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলরামপুরের ডাভা গ্রামে। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। চলে পথ অবরোধ, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। বিজেপির অভিযোগ, ত্রিলোচন মাহাতোর মতোই দুলাল কুমারকেও খুন করেছে শাসকদলের কর্মীর সমর্থকরা। ঘটনার সিবিআই তদন্তের দাবি তুলেছেন তারা। ওই বিজেপি কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে প্রশাসন। শনিবার রাতেই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছে পুরুলিয়া জেলা পুলিশ। নয়া পুলিশ আকাশ মাঘারিয়া জানিয়ে্ছেন, ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, গলা দড়ি দিয়ে আত্মহহত্যা করেছেন বিজেপি কর্মী দুলাল কুমার। ঘটনার তদন্ত করছে সিআইডি। বস্তুত, ইতিমধ্যেই বলরামপুরে পৌঁছে গিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থার তদন্তকারী দল। যেখান থেকে দুলাল কুমারের দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গাটি পরিদর্শনও করেছেন তাঁরা। বলরামপুর থানা থেকে ত্রিলোচন মাহাত ও দুলাল কুমারের মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্যও সংগ্রহ করেছেন গোয়েন্দারা।
[বিজেপি কর্মীর মৃত্যুতে উদ্বিগ্ন অমিত শাহ, টুইট করে শোকপ্রকাশ]
এদিকে আবার দলের দুই কর্মীর মৃত্যুর প্রতিবাদে রবিবার পুরুলিয়া জেলা জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। দক্ষিণ পুরুলিয়া ও শিল্পাঞ্চল বাদে জেলার সর্বত্রই বনধের প্রভাব লক্ষ্য করা গিয়েছে। পুরুলিয়া শহরে মোতায়েন প্রচুর পুলিশকর্মী ও রাফ। নেমেছে কমান্ডোও। শনিবার রাতে মৃত দুই কর্মীর পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধিদল। প্রতিনিধি দলের ছিলেন মকুল রায়, লকেট চট্টোপাধ্যায় ও সায়ন্তন বসু। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেও ফের সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। ত্রিলোচন মাহাত ও দুলাল কুমারকে খুনের অভিযোগেও অনড় তিনি।
[তৃণমূল কার্যালয়ে তালা ঝোলাল নির্দল কর্মীরা, গলসিতে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব]
ছবি: অমিত সিং দেও
The post আত্মঘাতীই হয়েছেন পুরুলিয়ার বিজেপি কর্মী, সিলমোহর মেডিক্যাল বোর্ডের appeared first on Sangbad Pratidin.
