সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেললাইনে ফাটল। এবারও স্থানীয়রাই বাঁচালেন যাত্রীদের। বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ারের হাসিমারা ও মাদারিহাট স্টেশনের মাঝে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেস। এদিন সকালে ইন্টারসিটি এক্সপ্রেস চলে যাওয়ার পরই বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা। দেখেন রেললাইনে প্রায় ২ ইঞ্চি ফাটল। এদিকে ততক্ষণে সময় হয়ে গিয়েছে নিউ জলপাইগুড়ি-বামনহাট প্যাসেঞ্জার আসার। কিন্তু লাইনের যে অবস্থা, তাতে ট্রেন গেলে আর রক্ষে নেই। এরপরই লাল কাপড় নিয়ে লাইনের উপর দাঁড়িয়ে পড়েন তাঁরা। থেমে যায় প্যাসেঞ্জার ট্রেনটি।
খবর দেওয়া হয় রেলকর্মীদের। তারা ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামতির কাজ শুরু করেন। ফাটলের কারণে বেশ কিছুক্ষণ এই লাইন দিয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। গত সোমবারও কোচবিহারের ঘুঘুমারি রেল স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা দেয়। স্থানীয়রা লাল কাপড় দেখিয়ে ট্রেন থামান। সেদিনও বরাতজোরে বাঁচেন বামনহাট-শিলিগুড়ি প্যাসেঞ্জারের যাত্রীরা।
The post রেল লাইনে ফাটল, লাল কাপড় দেখিয়ে ট্রেন থামালেন স্থানীয়রা appeared first on Sangbad Pratidin.
