shono
Advertisement

ফের জঙ্গলমহলে অবরোধ আদিবাসীদের, বিপর্যস্ত রেল পরিষেবা

বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয়। The post ফের জঙ্গলমহলে অবরোধ আদিবাসীদের, বিপর্যস্ত রেল পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:53 AM Sep 24, 2018Updated: 08:53 AM Sep 24, 2018

টিটুন মল্লিক ও সুনীপা চক্রবর্তী: সাঁওতালি ভাষার স্বীকৃতি-সহ একাধিক দাবি নিয়ে জঙ্গলমহলে ফের রেল ও সড়ক অবরোধ করলেন আদিবাসীরা৷ এর ফলে আপ খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার-সহ দুরপাল্লা ট্রেনগুলি আটকে পড়েছে বিভিন্ন স্টেশনে৷ এদিকে বাঁকুড়ার হেদির মোড় ও কাঠজুড়িডাঙায় আবার পথ অবরোধ করেন আদিবাসীরা৷

Advertisement

[ পুলিশকে গাছে বেঁধে পেটানোর নিদান, ইসলামপুরে গ্রেপ্তার বিজেপি নেতা]

সপ্তাহের প্রথম কাজের দিনেই ভোগান্তি চরমে৷ ৯ দফা দাবিতে জঙ্গলমহলে ১২ ঘণ্টা রেল ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন৷ সকাল থেকে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বিভিন্ন স্টেশন ও রাস্তায় অবরোধ করেন আদিবাসীরা৷ এখনও পর্যন্ত যা খবর, সকাল থেকে অবরোধ চলছে খড়গপুরের কাছে খেমাশুলি, দাঁতন-সহ পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার বিভিন্ন  স্টেশনে৷ আদিবাসীদের অবরোধে খড়গপুর-টাটানগর ও দক্ষিণ ভারতের বিভিন্ন রুটেও ট্রেন চলাচল বিপর্যস্ত৷ আটকে পড়েছে আপ খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার, জনশতাব্দী এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস-সহ দূরপাল্লার ট্রেনগুলি৷ এর ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি চরমে৷ জানা গিয়েছে, পুরুলিয়া ও বাঁকুড়ার মাঝেও ট্রেন আটকানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা৷ অবরোধ করা হয় সড়কপথও৷ সোমবার সকালে বাঁকুড়া হেদির মোড় ও কাঠজুড়ি ডাঙায় পথ আটকে বিক্ষোভ দেখান আদিবাসীরা৷ কোতুলপুরের নেতাজি মোড়ে আবার অবরোধ ভেঙে এগনোর চেষ্টার করলে, দুটি মোটরবাইকে ভাঙচুর চলে৷ সবমিলিয়ে সপ্তাহের প্রথম কাজের দিনেই অবরুদ্ধ জঙ্গলমহল৷

কয়েক মাসে আগেও একই দাবিতে রাজ্যজুড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল৷ অবরোধে বিপর্যস্ত হয়ে পড়েছিল রেল পরিষেবা৷ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে যায়৷ এমনকী, ঘুরপথে চলেছিল রাজধানী এক্সপ্রেসও৷ সেবার শুধু জঙ্গলমহলেই নয়, উত্তরবঙ্গে রেল অবরোধ করেছিলেন আদিবাসীরা৷

[ সরকারি চাকরির পরীক্ষায় ‘হাইটেক টুকলি’! পুলিশের জালে ‘মুন্নাভাই’

The post ফের জঙ্গলমহলে অবরোধ আদিবাসীদের, বিপর্যস্ত রেল পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement