shono
Advertisement
Mathurapur

মহিলা কামরা বাড়ানোর দাবিতে রেল অবরোধ, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

কিছুদিন আগে এই মথুরাপুর স্টেশনে পুরুষ যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখিয়েছিল।
Published By: Subhankar PatraPosted: 10:56 AM May 24, 2025Updated: 06:20 PM May 24, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ডহারবার: মহিলা কামরা বাড়ানো দাবিতে ট্রেন অবরোধ শিয়ালদহের দক্ষিণ শাখার মথুরাপুরে। শনিবার সকালে মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় সকাল ৬টা নাগাদ ট্রেন অবরোধ শুরু করেন মহিলা যাত্রীরা। বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘণ্টা এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। মহিলাদের ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশ।

Advertisement

কয়েক মাস আগে ট্রেনে মহিলা কামরা বাড়ানো হয়েছে। তবে কেন রেল অবরোধ? এদিন বিক্ষোভকারী মহিলাদের দাবি,সকাল পাঁচটা পঞ্চাশে যে ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে মথুরাপুর হয়ে শিয়ালদহ পৌঁছয়, সেই ট্রেনের মহিলা কামরা কম থাকায় মহিলা যাত্রীদের ট্রেনে ওঠার অসুবিধায় পড়তে হয়। মহিলা কামরায় যাত্রীরা ঠিকঠাক ভাবে বসতে পারে না, প্রতিদিন মহিলাদের মধ্যে ঝামেলা-অশান্তি সৃষ্টি হয় বলে দাবি তাঁদের। সেই কারণেই মথুরাপুর স্টেশনের রেল লাইন আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবশেষে ঘণ্টা দেড়েক পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

কিছুদিন আগে এই মথুরাপুর স্টেশনে পুরুষ যাত্রীরা ট্রেন আটকে বিক্ষোভ দেখিয়েছিল। তাঁদের দাবি ছিল ট্রেনের মহিলা বগি বাড়ানোর জেরে তাঁরা অসুবিধায় পড়ছেন। সেই দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে। সেই বিক্ষোভের পর শনিবার মহিলা যাত্রীরা বিক্ষোভ দেখায়। যাত্রীদের অধিকাংশের বক্তব্য, ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। এবং ট্রেন না বাড়ালে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দেন যাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহিলা কামরা বাড়ানো দাবিতে ট্রেন অবরোধ শিয়ালদহের দক্ষিণ শাখার মথুরাপুরে।
  • শনিবার সকালে মথুরাপুর স্টেশন চত্বর এলাকায় সকাল ৬টা নাগাদ ট্রেন অবরোধ শুরু করেন মহিলা যাত্রীরা।
  • বিক্ষোভের জেরে প্রায় দেড় ঘণ্টা এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
Advertisement